কড়াই মাটন (Kadhai mutton recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#GA4
#Week3
ভাত বা রুটি দিয়ে মাটনের এই রেসিপিটা খেতে আমার বাড়ির সবাই খুব পছন্দ করে ।

কড়াই মাটন (Kadhai mutton recipe in Bengali)

#GA4
#Week3
ভাত বা রুটি দিয়ে মাটনের এই রেসিপিটা খেতে আমার বাড়ির সবাই খুব পছন্দ করে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 ঘন্টা
3 জনের
  1. কড়াই মশলার জন্য---
  2. 4 টেশুকনো লংকা
  3. 1 চা চামচধনে
  4. 1/2 চা চামচজিরে
  5. 1/2 চা চামচমৌরি
  6. 1/2 চা চামচগোলমরিচ
  7. 1 টেবিল চামচকসুরি মেথি
  8. 2 টোলবঙ্গ
  9. 1 টুকরোদারচিনি
  10. 2 টোছোট এলাচ
  11. গ্রেভির জন্য
  12. 400 গ্রামমাটন
  13. 1 চা চামচহলুদ গুঁড়ো
  14. 1 চা চামচলংকা গুঁড়ো
  15. 1 টা বড় পেঁয়াজ কুচি
  16. 1 টা ছোট টমেটো কুচি
  17. 1 চা চামচআদা বাটা
  18. 1/2 কাপদ‌ই
  19. 2 চা চামচরসুন বাটা
  20. স্বাদমত নুন
  21. পরিমাণ মতোধনেপাতা কুচি
  22. 2 টোকাঁচা লঙ্কা
  23. পরিমান মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

2 ঘন্টা
  1. 1

    সব উপকরন এক জায়গায় নিলাম

  2. 2

    কড়াই মশলার সব উপকরন শুকনো কড়ায় হালকা ভেজে একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে রাখতে হবে ।

  3. 3

    কড়ায় অল্প তেল গরম করে প্রথমে মাটন গুলো দিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে ।

  4. 4

    এবার এই তেলের মধ্যে বাকী তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে । পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে একটু নাড়া চাড়া করে আদা রসুন বাটা দিয়ে কসতে হবে ।

  5. 5

    কসা হয়ে এলে ভাজা মাটন দিয়ে আবার কসাতে হবে, এই সময় দ‌ই দিয়ে দিতে হবে । ঢাকা দিয়ে ঢিমে আঁচে কসতে হবে ।

  6. 6

    হলুদ গুঁড়ো, লংকা গুঁড়ো আর নুন কড়াই মশলার সঙ্গে মিশিয়ে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে । ঢাকা খুলে মাঝে মাঝে কসিয়ে নিতে হবে । এই সময় কাঁচা লংকা আর পরিমান মত গরম জল দিয়ে ঢাকা দিতে হবে ।

  7. 7

    মাটন সেদ্ধ হয়ে গেলে ঝোল শুকিয়ে নিতে হবে ।

  8. 8

    ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes