গাজরের কালাকাঁদ (gajorer kalakad recipe in Bengali)

Mali Chakraborty
Mali Chakraborty @cook_21789596

গাজরের কালাকাঁদ (gajorer kalakad recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম গাজরের
  2. ৮০০ মিলি লিটার দুধ
  3. ৩ টেবিল চামচ ময়দা
  4. ২ টেবিল চামচ গুঁড়ো দুধ
  5. পরিমাণ মতোসাজানোর জন্য পেস্তা কুচি, আলমন্ডকুচি
  6. ২ টেবিল চামচ ঘি
  7. ২৫০ গ্রাম চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ৮০০ মিলি লিটার দুধ কে জাল দিয়ে ৪০০ মিলি লিটার দুধ করে নিতে হবে। এবার গাজর গুলো ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সচার এ পেস্ট করে নিতে হবে।

  2. 2

    কড়াই টে ঘি দিয়ে তাতে গাজরের পেস্ট দিয়ে নাড়তে হবে বেশ কিছুক্ষন। এবার দুধ যেটা ৪০০ মিলি লিটার করা আছে সেটা দিয়ে দিতে হবে। এবার আর মধ্যে গুঁড়ো দুধ আর ময়দা দিতে হবে। বেশ কিছুক্ষন নাডাচাড়া করে চিনি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না পাক টা রেডী হোয়ে কড়াই থেকে ছেড়ে আসে।

  3. 3

    এবার একটা থালায় ঘি মাখিয়ে তার উপর পেস্ট টা ছড়িয়ে দিতে হবে আর ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হলে চৌকো করে কেটে কলাকাদের আকার দিয়ে উপর থেকে আলমন্ড কুচি আর পেস্তা কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mali Chakraborty
Mali Chakraborty @cook_21789596

Similar Recipes