বাঁধাকপির ঘণ্ট (Badhakopir Ghonto recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম

বাঁধাকপির ঘণ্ট (Badhakopir Ghonto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
3 জন
  1. 600 গ্রামবাঁধাকপি মিহি করে কাটা
  2. 2 টোআলু ছোট করে কাটা
  3. 25 গ্রামকাঁচা বাদাম
  4. 3 টেতেজপাতা
  5. 1 চা চামচপাঁচফোরন
  6. 1 টাশুকনো লঙ্কা
  7. 1 টাটমেটো কুচি
  8. 5 টাকাঁচা লঙ্কা চেরা
  9. স্বাদ মতো লবণ
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1 চা চামচচিনি
  12. 1টেবিল চামচ আদা বাটা
  13. 1 চা চামচজিরে গুঁড়ো
  14. 1চা গরম মশলা গুঁড়ো
  15. 1টেবিল চামচ ঘি
  16. প্রয়োজন মতো জল
  17. প্রয়োজন মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে বাঁধাকপি আর আলু টাকে জল আর সামান্য লবণ দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিয়ে ঝাঁঝরিতে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে বাদাম গুলো ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোরন দিয়ে নেড়ে টমেটো কুচি গুলো ভেজে নিতে হবে। এবার ওতে ভাপিয়ে রাখা বাঁধাকপি,আলু দিয়ে নাড়তে হবে 2/3 মিনিট।

  4. 4

    এবার লবণ, হলুদ, আদা বাটা, জিরে গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে মিশিয়ে কষাতে হবে 5 মিনিট মতো।

  5. 5

    কষানো হয়ে গেলে পরিমান মতো জল দিয়ে ঢাকা দিতে হবে 10 মিনিটের জন্য।

  6. 6

    10 মিনিট পরে জল টা পুরো শুকিয়ে সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে 2 মিনিট ঢেকে রাখতে হবে।

  7. 7

    এবার উপর দিয়ে ভাজা বাদাম ছড়িয়ে প্লেটে পরিবেশন করতে হবে পছন্দসই খাবারের সাথে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম
রান্না আমার শখ 😍❤
আরও পড়ুন

Similar Recipes