নিরামিষ বাঁধাকপির ঘন্ট (Niramish Badhakopir Ghonto recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#ebook2
#পৌষ পার্বণ/সরস্বতী পূজা

বাড়ির পুজোতে খিচুড়ির সাথে বাঁধাকপির ঘণ্ট ভোগ দেওয়া হয়। পুজোর ভোগ ছাড়াও এই নিরামিষ ঘণ্ট ভাত বা রুটির সাথে খুবই উপাদেয়।

নিরামিষ বাঁধাকপির ঘন্ট (Niramish Badhakopir Ghonto recipe in Bengali)

#ebook2
#পৌষ পার্বণ/সরস্বতী পূজা

বাড়ির পুজোতে খিচুড়ির সাথে বাঁধাকপির ঘণ্ট ভোগ দেওয়া হয়। পুজোর ভোগ ছাড়াও এই নিরামিষ ঘণ্ট ভাত বা রুটির সাথে খুবই উপাদেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1 টিছোট বাঁধাকপি সরু লম্বা করে কাটা
  2. 3 টিআলু
  3. 1/4 কাপমটরশুঁটি
  4. 1টেবিল চামচ আদা বাটা
  5. 1 চা চামচধনে গুঁড়ো
  6. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  7. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. 2 টিকাঁচা লঙ্কা
  10. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  11. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  12. 2টেবিল চামচ + 1/2 টেবিল চামচ ঘি
  13. ফোঁড়ন
  14. 1/2 চা চামচজিরে
  15. 1 টি তেজপাতা
  16. 1 টিশুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    আলু ভালো করে ধুয়ে খোসা না ছাড়িয়ে ডুমো করে কেটে নিন। কড়াই এ 2 টেবিল চামচ ঘি গরম করে জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিন। আলু দিয়ে বাদামি করে ভাজুন।

  2. 2

    এবার মটরশুঁটি, আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজুন।

  3. 3

    মশলা কষা হলে বাঁধাকপি দিন। চিরে দেওয়া লঙ্কা দিয়ে বাঁধাকপি মশলার সাথে মিশিয়ে ঢেকে দিয়ে কম আঁচে রান্না করুন। বাঁধাকপি সেদ্ধ হলে নুন মিষ্টি দিন। ঢেকে আরো 5 মিনিট রান্না করুন। ঘি ও গরম মশলা মেশান।

  4. 4

    ঢেকে আরো 1 মিনিট রান্না করে নামিয়ে নিন। খিচুড়ির সাথে ভোগ হিসেবে নিবেদন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes