রসমালাই (rosmalai recipe in Bengali)

Sandipta Sinha
Sandipta Sinha @sand_15

রসমালাই (rosmalai recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৫ জন
  1. ১লিটারছানার বল তৈরির জন্য লাগবে দুধ
  2. ৪ টেবিল চামচলেবুর রস
  3. ৪কাপজল
  4. ১কাপচিনি
  5. সিরাপের জন্য -
  6. ১/২ টেবিল চামচএলাচ গুঁড়ো
  7. ২-৩ টেবিল চামচচিনি
  8. ৩.৫কাপজল
  9. ৫০০ মিলি লিরাবড়ি তৈরির জন্য - ফুল ফ্যাট দুধ
  10. ১/২ টেবিল চামচএলাচ গুঁড়ো
  11. ১ চিমটিজাফরান
  12. প্রয়োজন অনুযায়ীসূক্ষ্ম করে কাটা কাজু - পেস্তা কুচি এবং

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    বল তৈরি -
    প্রথমত, দুধ ফোটান, লেবুর রস দিয়ে নাড়ুন যাতে ছানা তৈরি হয়।

    ছানার জল ঝরিয়ে নিন
    ৩.৩০ মিনিট পর ছানাটি মেখে নিন ১০ মিনিট মত।

    ছোট এবং চ্যাপ্টা বল তৈরি করে রেখে দিন।

  2. 2

    চিনির সিরাপ বানানো - একটি প্যানে চিনি এবং জল নিন, ১০মিনিটের জন্য ফোটান।

      তারপরে প্রস্তুত বলগুলি যোগ করুন এবং ঢেকে দিন ১৫ মিনিটের জন্য।

     চিনির সিরাপ তৈরি।

  3. 3

    রাবড়ি বানানো -

     একটি প্যান নিন, দুধ ঢালুন ও ফুটতে দিন। দুধের উপরে ক্রিমের একটি স্তর তৈরি হয়ে গেলে, ক্রিম পাত্রের পাশে আটকে দিন।

    ৪-৫ বার পর্যন্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন যতক্ষণ না দুধ এক তৃতীয়াংশ হচ্ছে।

    চিনি, এলাচ গুঁড়ো এবং জাফরান যুক্ত করুন, একটি ভাল মিশ্রণ দিন এবং সিদ্ধ হতে হবে।

    ৪পাশ থেকে সংগ্রহ করা ক্রিম তুলে ফেলুন এবং মিশিয়ে নিন।

  4. 4

    রসোমালাই তৈরি-

    বল গুলোকে রাবড়ি তে দিন।

    সূক্ষ্মভাবে কাটা বাদাম কুচি দিন ২ ঘণ্টা মত ওই অবস্থায় রেখে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sandipta Sinha
Sandipta Sinha @sand_15

Similar Recipes