কচুর লতি ইলিশ (kochur loti ilish recipe in bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

#পূজা2020
পুজোয় দশমীতে দুপুরে‌র ভাতে মাছের প্রাধান্য বেশী থাকে আমার বাড়িতে।আর কচুর লতি ইলিশ খাওয়ার প্রচলন বহুকাল ধরে, এমনই শুনেছি।আমার থালিতে আছে– থোড় ছেঁচকি, মাছ ভাজা, কচুর লতি ইলিশ, পাঁচ মিশালী তরকারি, মুসুর ডাল, দ‌ই কাতলা, চাটনি।

কচুর লতি ইলিশ (kochur loti ilish recipe in bengali)

#পূজা2020
পুজোয় দশমীতে দুপুরে‌র ভাতে মাছের প্রাধান্য বেশী থাকে আমার বাড়িতে।আর কচুর লতি ইলিশ খাওয়ার প্রচলন বহুকাল ধরে, এমনই শুনেছি।আমার থালিতে আছে– থোড় ছেঁচকি, মাছ ভাজা, কচুর লতি ইলিশ, পাঁচ মিশালী তরকারি, মুসুর ডাল, দ‌ই কাতলা, চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৩জনের জন্য
  1. ১আঁটিকচুর লতি
  2. ৩টিইলিশ মাছের মাথা-
  3. স্বাদ মতনুন
  4. ১চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১/২চা চামচকালো জিরে
  6. ৬চা চামচ সর্ষের তেল
  7. ৩-৪টিকাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    কচুর লতি ছোট টুকরো করে কেটে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে রাখতে হবে। ইলিশ মাছের মাথা সামান্য নুন ও হলুদ মেখে তেলে ভেজে নিতে হবে।

  2. 2

    মাছ ভেজে তুলে ঐ তেলে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে জল ঝরানো সিদ্ধ কচুর লতি দিয়ে দিতে হবে।আর একটু নুন দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে।কম আঁচে রান্না হবে।ক্রমে লতির জল শুকিয়ে এলে কড়াই এর গায়ে ছড়িয়ে দিয়ে আর ও একটু সময় রাখতে হবে।প্রয়োজন হলে এক চামচ তেল দিতে হবে।

  3. 3

    এবার ভেজে রাখা ইলিশের মাথা দিয়ে মিশিয়ে নিলেই তৈরী হয়ে যাবে কচুর লতি ইলিশ।এবার গ‍্যাস অফ্ করে নির্দিষ্ট পাত্রে তুলে রেখে খাওয়ার সময় থালি সজিয়ে পরিবেশন করলেই হল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

Similar Recipes