কলার পাতায় কচুর লতি ও চিংড়ি (kolapatay kochur loti recipe in Bengali)

Rinki SIKDAR
Rinki SIKDAR @cook_25337862

#ebook2
নববর্ষে কলার পাতায় কোন রান্না হবে না.. তা কি হয়? নববর্ষে স্পেশাল রান্না কলার পাতায় কচুর লতি ও চিংড়ি।

কলার পাতায় কচুর লতি ও চিংড়ি (kolapatay kochur loti recipe in Bengali)

#ebook2
নববর্ষে কলার পাতায় কোন রান্না হবে না.. তা কি হয়? নববর্ষে স্পেশাল রান্না কলার পাতায় কচুর লতি ও চিংড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4জন
  1. প্রয়োজন মতকলার পাতা পিস করে কাটা চার টুকরো
  2. 300 গ্রামকচুর লতি
  3. 300 গ্রামচিংড়ি মাছ
  4. 1 টি বড় পেঁয়াজ কুচি কুচি করে কাটা
  5. 1টিরসুন ছোট ছোট করে কাটা
  6. 1 চা চামচ সরষে বাটা
  7. স্বাদ মত নুন
  8. 1চা চামচহলুদ
  9. প্রয়োজন মতসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে কচুর লতি ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে হালকা গরম জলে ভাপ দিয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    চিংড়ি মাছ ছাড়িয়ে ও ধুয়ে নিয়ে হালকা ভেজে নিতে হবে।

  3. 3

    সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এল ও দিতে হবে। এরপর কলার পাতার ওপর হালকা তেল ছড়িয়ে সমস্ত মিশ্রণটি গোল করে ছড়িয়ে দিতে হবে।

  4. 4

    তাওয়ার ওপর প্রথমে একটা কলাপাতা রেখে তার ওপর মিশ্রন শুদ্ধ কলাপাতা চাপিয়ে দিতে হবে। সিমে 15 মিনিট রান্না হবে। ভালোভাবে ঢেকে দিতে হবে।

  5. 5

    উল্টে দিতে হবে এবং অপর পিঠ ও ঠিক এভাবে 10 মিনিট কলার পাতার ওপর রান্না হবে। ভাত ও রুটি দুটির সাথে খাওয়া যায়।

  6. 6

    উল্টানোর পদ্ধতিটা বলে দিচ্ছি। ঢাকনা খুলে প্রথমে মিশ্রণটির ওপর অপর কলাপাতায় তেল মাখিয়ে দুটি কলাপাতাই রেখে দিয়ে একটা থালা চাপা দিতে হবে। এবার তাওয়া সমেত উল্টে দিতে হবে। তারপর তাওয়ার টি তুলে আবার গ্যাসে দিয়ে তারপর কলা পাতা সমেত মিশ্রণটি দিয়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rinki SIKDAR
Rinki SIKDAR @cook_25337862

Similar Recipes