খিচুড়ি (khichuri recipe in Bengali)

Sushmita Ghosh
Sushmita Ghosh @cook_24869581

#GA4
#Week7
এই সপ্তাহের ধাঁধার জন্য আমি খিচুড়ি বেছে নিয়েছি যেটা সম্পূর্ণ নিরামিশ পদ্ধতিতে করা।।

খিচুড়ি (khichuri recipe in Bengali)

#GA4
#Week7
এই সপ্তাহের ধাঁধার জন্য আমি খিচুড়ি বেছে নিয়েছি যেটা সম্পূর্ণ নিরামিশ পদ্ধতিতে করা।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৬ জন
  1. ৩০০ গ্রাম গোবিন্দ ভোগের চাল
  2. ৩০০ গ্রাম মুগ ডাল
  3. ৩টি মাঝারি আলু
  4. ১টি ফুলকপি
  5. ৫০ গ্রাম আদা
  6. ২টি টমেটো
  7. ১ কাপ কোড়ানো নারকেল
  8. ১/২ চা চামচ গোটা জিরা
  9. ১টি তেজপাতা
  10. ৪টি শুঁকনো লঙ্কা
  11. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ জিরা গুঁড়ো
  13. স্বাদ অনুসারেনুন ও চিনি
  14. প্রয়োজনমতো জল
  15. পরিমাণ মতোসর্ষের তেল
  16. ১টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে ডালকে শুঁকনো খোলায় কড়াইতে ভেজে নিন।

  2. 2

    এরপর হাড়িতে জল দিয়ে গরম হয়ে গেলে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিন। ডাল দেওয়ার পর চাল ধুয়ে দিয়ে দিন তাতে। আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও এক চা চামচ জিরা গুঁড়ো দিন।

  3. 3

    তারপর প্রয়োজনমতো সরষের তেল দিয়ে আলু ও ফুলকপি ১/৩ চা চামচ হলুদ গুঁড়ো ও ১/২ চা চামচ নুন দিয়ে ভেজে নিন।

  4. 4

    এবার আলু দিয়ে দিন। আলু সেদ্ধ হয়ে এলে টমেটো ও ফুলকপি দিয়ে দিন।

  5. 5

    আর কড়াইতে একটু সরষের তেল দিয়ে তারমধ্যে শুঁকনো লঙ্কা, গোটা জিরা ও তেজ পাতা দিন।

  6. 6

    এবার কুড়ানো নারকেল দিয়ে ভেঁজে নিন। এরপর আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নারান।

  7. 7

    আগের মসলাটা তৈরি হয়ে গেলে খিচুড়ির মধ্যে দিয়ে দিন। সব সেদ্ধ হয়ে গেলে স্বাদ অনুসারে চিনি ও এক টেবিল চামচ ঘি দিলেই তৈরি হয়ে যাবে খিচুড়ি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Ghosh
Sushmita Ghosh @cook_24869581

Similar Recipes