চিকেন মোগলাই পরোটা (Chicken Moghlai Paratha recipe in bengali)

Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

চিকেন মোগলাই পরোটা (Chicken Moghlai Paratha recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫
  1. ৩ কাপ ময়দা
  2. ৫ টা ডিম
  3. ২কাপ চিকেন কিমা
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ১ চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  7. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ১চা চামচ পেঁয়াজ বাটা
  10. ১ কাপ পেঁয়াজ কুচি
  11. ১/২কাপ ধনেপাতা কুচি
  12. ৬ টা কাঁচালঙ্কা কুচি
  13. ১ চা চামচ চিনি
  14. পরিমানমতসাদা তেল
  15. স্বাদমতলবণ

রান্নার নির্দেশ সমূহ

৪৫
  1. 1

    প্রথমে লবণ চিনি আর এক চা চামচ সাদা তেল দিয়ে ময়দা মেখে এক ঘন্টার জন্যে রেখে দিন।

  2. 2

    এবার মাংসের পুর তিরি করে নিন । করাইয়ে এক চা চামচ তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে একটু নেরে আদা রসুন বাটা হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কশিয়ে চিকেন কিমাটা দিয়ে সাদ মত লবণ দিয়ে কশিয়ে রান্না করুন যতখন না মাংস সিদ্ধ হচ্ছে । মাংসো সিদ্ধ হলে জল শুকিয়ে গরমসলা দিয়ে নামিয়ে নিন।

  3. 3

    এবার ময়দা থেকে লেচি কেটে পাতলা বড়ো রুটির আকারে বেলে নিন । কটা গ্লাসে ডিম ফাটিয়ে লবণ পিঁয়াজ ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ফেঁটিয়ে নিন।

  4. 4

    এবার রুটির উপরে ডিমের মিশ্রন টা দিন চিকেন কিমা ওপরে ছরিয়ে দিয়ে চার ভাজ করে মুরে নিন।

  5. 5

    এবার তেল উসম গরম করে মোগলাই ডুবো তেলে লালচে বাদামি করে মেঝে নিলে তিরি মোগলাই পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

Similar Recipes