চিকেন মোগলাই পরোটা (chicken moghlai parota recipe in Bengali)

Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

#ইভিনিং স্ন্যাক্স রেসিপি

চিকেন মোগলাই পরোটা (chicken moghlai parota recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1.5 কাপময়দা
  2. 2টি ডিম
  3. 1 কাপচিকেন কিমা
  4. বাটা মসলা
  5. 1টি মাঝারি পেঁয়াজ
  6. 1"আদা
  7. 4 কোয়ারসুন
  8. 1 কাপব্রেড ক্রাম্বস/পাউরুটির গুঁড়ো
  9. 1/2চা চামচ জিরা গুঁড়ো
  10. 1/2চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  12. 1/2চা চামচ গরম মসলা গুঁড়ো
  13. 2টেবিল চামচ লঙ্কা কুচি
  14. 2টেবিল চামচ ভাজা বাদাম
  15. স্বাদ মত নুন ও চিনি
  16. পরিমাণ মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ,আদা,রসুন বাটা দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেন কিমা টা দিয়ে দিতে হবে এবং ভাল করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে ভাজতে হবে। চিকেন টা রং বদলে একটু সাদা রঙের হয়ে এলে তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা গুলো ভালো করে দিয়ে দিতে হবে এবং মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদামগুলো । এখন পরিমাণমতো নুন, চিনি দিয়ে চিকেন টা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে কোন রকম জল দেওয়া চলবে না।

  2. 2

    চিকেন গুলো সেদ্ধ হয়ে গেলে এখন এর মধ্যে ব্রেডক্রাম টা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মোগলাই পরোটার পুর রেডি হয়ে যাবে। এইবারে পরোটার জন্য ময়দার মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল ও এক চিমটি নুন দিয়ে তার মধ্যে জল মিশিয়ে একটা মন্ড বানিয়ে নিতে হবে।

  3. 3

    ময়দার মধ্যে থেকে লেচি কেটে নিয়ে চার চৌকো করে বেলে নিতে হবে এরমধ্যে এখন চিকেনের পুর একটা ডিম কিছুটা কাঁচালঙ্কা মিশিয়ে নিয়ে মাঝে দিয়ে দিতে হবে ও চারি দিক টা ভালো করে মুড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে পরোটা গুলো গরম তেলে ভেজে নিতে হবে।

  4. 4

    পরোটাগুলো ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নিয়ে ছুরির সাহায্যে কেটে নিতে হবে এবং ঘুগনি, আলুর দম অথবা চিকেন কষার সাথে পরিবেশন করা যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

Similar Recipes