স্টাফ চিলি পাকোড়া(Stuffed chilli Pakora recipe in Bengali)

Shahin Akhtar
Shahin Akhtar @cook_22361236
Kolkata Rajarhat

#GA4
#Week13
এই সপ্তাহের ধাঁধা থেকে বেছে নিলাম চিলি শব্দ টা,পুর ভরা এই চিলি পাকোড়া গরম খিচুড়ি বা বিকেলে চা, কফির সাথে খেতে খুবি মজা

স্টাফ চিলি পাকোড়া(Stuffed chilli Pakora recipe in Bengali)

#GA4
#Week13
এই সপ্তাহের ধাঁধা থেকে বেছে নিলাম চিলি শব্দ টা,পুর ভরা এই চিলি পাকোড়া গরম খিচুড়ি বা বিকেলে চা, কফির সাথে খেতে খুবি মজা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
১জন
  1. ৪-৬টা বড় সবুজ লঙ্কা
  2. ২টো মাঝারি আলু
  3. ৫০গ্রামবেসন
  4. ১ চা চামচআদা+রসুন বাটা
  5. ১চা চামচজোয়ান
  6. ১ চা চামচভাজা মশলা
  7. স্বাদ মতোলবণ
  8. ১/২ চা চামচবিট নুন
  9. ১চা চামচধনেপাতা কুচি
  10. ১কাপসাদা তেল ভাজার জন্য
  11. ১/৪চা চামচহিং
  12. ১ চা চামচ পেঁয়াজ

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং মেখে নিতে হবে

  2. 2

    কড়াতে ১চামুচ তেল দিয়ে হিং, জোয়ান,পিয়াজ কুচো,আদা, রসুন বাটা,নুন,বিট নুন,ভাজা মশলা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে এবার এতে মাখা আলু দিয়ে নেড়ে ভালো করে মেখে নিতে হবে, ধনেপাতা কুচুনো দিয়ে মাখিয়ে নামিয়ে নিতে হবে।তৈরি হলো পুর

  3. 3

    লঙ্কার ধুয়ে মুছে দানা বার করে নিতে হবে।এবার আলুর পর টা লঙ্কার ভিতের ভরে নিতে হবে।

  4. 4

    বেসন,নুন আদা,রসুন বাটা,ভাজা মশলা দিয়ে অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে।

  5. 5

    কড়াতে তেল দিয়ে তেল গরম হলে পুরভরা লঙ্কা বেসনের গোলায় ডুবিয়ে প্রথমে জোরে পরে ধিমে আঁচে ভেজে নিতে হবে সোনালি করে। গরম গরম পরিবেশন করুন খিচুড়ি,সাদা ভাত কিংবা বিকেলে চা,কফির সাথে চিলি পাকোড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shahin Akhtar
Shahin Akhtar @cook_22361236
Kolkata Rajarhat

মন্তব্যগুলি (3)

Similar Recipes