ডাল তরকা (dal tadka recipe in Bengali)

Sanchari Choudhury Guha
Sanchari Choudhury Guha @cook_27508992

#আহারের
ডাল তরকা পাঞ্জাবের একটা জনপ্রিয় ডিশ ,যা ভারতের ছোট বড় যেকোনো ধাবা বা রেস্টুরেন্টে সাইড ডিশ হিসাবে সার্ভ করা হয়।মুগ ও অরহর ডাল দিয়ে তৈরি পাঞ্জাবী এই ডিশটা স্বাদে ও গন্ধে অতুলনীয়।

ডাল তরকা (dal tadka recipe in Bengali)

#আহারের
ডাল তরকা পাঞ্জাবের একটা জনপ্রিয় ডিশ ,যা ভারতের ছোট বড় যেকোনো ধাবা বা রেস্টুরেন্টে সাইড ডিশ হিসাবে সার্ভ করা হয়।মুগ ও অরহর ডাল দিয়ে তৈরি পাঞ্জাবী এই ডিশটা স্বাদে ও গন্ধে অতুলনীয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
  1. 1 কাপঅরহর ডাল
  2. 1 কাপমুগ ডাল
  3. 1 টেবিল চামচ তেল
  4. 1 চা চামচআদা ও রসুনের পেষ্ট
  5. 1 চা চামচকরে জিরা গুড়ো ও লঙ্কার গুড়ো
  6. স্বাদ মতো লবণ
  7. 1 টেবিল চামচ ঘি
  8. স্বাদ মতো শুকনো লঙ্কা
  9. 1 চা চামচগোটা জিরা
  10. প্রয়োজন মতধনেপাতা কুচি
  11. 1 টিটমেটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে 1 কাপ মুগ ও 1 কাপ অরহর ডালকে একসাথে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবার একটা প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে ওর মধ্যে দিয়ে একটু ভেজে তারপর ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে।

  3. 3

    এখন এর মধ্যে টমেটো কুচি,স্বাদ মতো লবণ, জিরা গুড়ো ও লঙ্কার গুড়ো দিয়ে ভালো ভাবে কষিয়ে নিয়ে,সিদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে ফুটিয়ে নিতে হবে 10 মিনিট ।

  4. 4

    এখন আলাদা আরেকটা প্যানে 1 টেবিল চামচ ঘি গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরা আর কয়েকটা গোটা জিরা ফোড়ন দিয়ে, এটা ডালের সাথে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে রুটি বা পরোটার সাথে সার্ভ করার জন্য রেডি ডাল তরকা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanchari Choudhury Guha
Sanchari Choudhury Guha @cook_27508992

Similar Recipes