সি ফুড রাইস নুডলস (sea food rice noodles recipe in Bengali)

Ananya Loveslife
Ananya Loveslife @cook_27467568

#আহারের
খাদ্যগুণ পরিপূর্ণ একটি সুস্বাদু খাবার যা এশিয়ান স্টাইলে বানিয়েছি।

  সি ফুড রাইস নুডলস (sea food rice noodles recipe in Bengali)

#আহারের
খাদ্যগুণ পরিপূর্ণ একটি সুস্বাদু খাবার যা এশিয়ান স্টাইলে বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

কুড়ি মিনিট
দু জনের জন্য
  1. 250 গ্রামসরু রাইস নুডলস
  2. 3 চা চামচঅলিভ অয়েল
  3. 1 চা চামচসিসম অয়েল
  4. 50 গ্রামসুইট ভিনিগার
  5. 1 চা চামচসোয়া সস
  6. 1 চা চামচসুইট চিলি সস
  7. 1 চা চামচওয়েস্টার সস
  8. 1 টিগাজর
  9. 2 স্টিকপার্সলে
  10. প্রয়োজন মতশালটস (পেঁয়াজ কলি হলেও চলবে) কয়েক স্টিক
  11. 1 টাজুকিনি
  12. 1 টারেড বেল পেপার
  13. 4টুকরোস্কুইড
  14. 2 টুকরোক্যালামারী রিং কে কুচি করে কাটা
  15. 1 টাডিম
  16. 2 টিবাকচয় লম্বা করে কাটা
  17. 1 টিছোট সাইজ এর সাদা পেঁয়াজ চার ফালি করে কাটা
  18. 4 টেমাঝারি মাপের চিংড়ি
  19. 1চা চামচ গোলমরিচ গুঁড়ো
  20. স্বাদ মতোচিলি ফ্লেক্স

রান্নার নির্দেশ সমূহ

কুড়ি মিনিট
  1. 1

    নুডলস গুলো ফুটন্ত জলে দিয়ে ৫ মিনিট সেদ্ধ করে ছেঁকে আলাদা করে রাখতে হবে

  2. 2

    গাজর, বেল পেপার, জুকিনি, বাকচয় কেটে সুইট ভিনিগারে ভিজিয়ে রাখতে হবে

  3. 3

    পার্সলে আর শালটস কেটে রেখে দিতে হবে

  4. 4

    নন স্টিক প্যানে দু চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে সবজি গুলো আর সি ফুড গুলো দিয়ে সতে করে নিতে হবে । (পার্সলে আর শালটস বাদে)

  5. 5

    এক বড় চামচ সোয়া সস, ওয়েস্টার সস, সুইট চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে সবজি গুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে

  6. 6

    সেদ্ধ করা নুডলস মিশিয়ে এক চামচ সিসম অয়েল মিশিয়ে নেড়ে চেড়ে একবার নুন চেখে দেখতে হবে। সব সস গুলোতেই নুন থাকে তাই আলাদা করে দিতে হবে কিনা তা যার যার স্বাদের ওপর নির্ভর করছে। আমি আলাদা করে নুন মেশাইনি।

  7. 7

    গ্যাস বন্ধ করে শালটস টুকরো গুলো নুডলস এর ওপর দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে

  8. 8

    আরেকটা প্যানে এক চামচ অলিভ অয়েল দিয়ে তাতে একটা ডিম, গোল মরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে স্ক্ৰামবেল্ড বানিয়ে নিতে হবে

  9. 9

    নুডলস এর ওপর ডিম এর স্ক্রামবেল্ড ছড়িয়ে ওপরে পার্সলে দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananya Loveslife
Ananya Loveslife @cook_27467568

Similar Recipes