এগ নুডলস (Egg noodles recipe in Bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

#প্রিয়োরেসিপি
#Baburchihut

এগ নুডলস (Egg noodles recipe in Bengali)

#প্রিয়োরেসিপি
#Baburchihut

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
২ জনের
  1. ২ টো নুডলস প‍্যাকেট
  2. ২ টো ডিম
  3. ১ টা বড়ো পেঁয়াজ
  4. ৮ কোয়া রসুন
  5. ২ টো কাঁচালঙ্কা কুচি
  6. ৪টে পেঁয়াজ কলি
  7. ১ টা ছোট গাজর
  8. ১/২ ক‍্যাপ্সিকাম
  9. ১ বাটিবাঁধাকপি কোচানো
  10. ১/৪ কাপ কড়াইশুটি
  11. ১/২ চা চামচচিলি টমাটো স‍্যস
  12. ১/২ চা চামচসস
  13. ১ চা চামচভিনিগার
  14. ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  15. স্বাদ মতোলবণ
  16. প্রয়োজন মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    সব কিছু কেটে ধুয়ে হাতের কাছে রেডি করে নিলাম

  2. 2

    কড়াইয়ে বেশি করে জল ও সামান‍্য নুন দিয়ে ফুটে উঠলে নুডুলস ২,৩ মিনিট সেদ্ধ করে নিতে হবে।তার পর জল ঝরিয়ে নুডুলে একটু তেল মাখিয়ে রাখতে হবে।এবার১/২ কাপ কড়াইয়ে জল গরম করে কারাই শুটি একটু ফুটিয়ে জল শুকোলে নামিয়ে নিতে হবে।

  3. 3

    কড়ায়ে ১ চামচ তেল গরম করে ২ টো ডিম ভেঙে সামান‍্য নুন আর গোলমরিচ গুরো দিয়ে ফেটিয়ে ঝুরো করে নিলাম।

  4. 4

    আবার তেল গরম করে রসুন কুচি, পিঁয়াজদিয়ে হাল্কা ভেজে একে একে সমস্ত সবজি দিয়ে সতে করে নিতে হবে। এবার সেদ্ধ নডুলস দিয়ে ২ মিনিট নেরে ডিম ঝুরো সোয়াস‍্যস,ভিনিগার ছরিয়ে নেরে নামিয়ে নিতে হবে।

  5. 5

    তৈরি হলো এগ নডুলস। পরিবেশন পাত্রে ঢেলে টমেটো স‍্যস আর পেঁয়াজ কলি ছরিয়ে সুন্দর করে পরিবেশন করুন এগ নুডুলস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

Similar Recipes