হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি (Hyderabadi chicken biriyani recipe in Bengali)

sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

#GA4
#week13
গোল্ডেন অ্যাপ্রনের এয়োদশ সপ্তাহ থেকে আমি হায়দ্রাবাদি বেছে নিয়েছি। এটি খেতেও অন্যরকম হয় এবং এটি হায়দ্রাবাদের ট্রেডিশানাল রান্নার মধ্যে অন্যতম।

হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি (Hyderabadi chicken biriyani recipe in Bengali)

#GA4
#week13
গোল্ডেন অ্যাপ্রনের এয়োদশ সপ্তাহ থেকে আমি হায়দ্রাবাদি বেছে নিয়েছি। এটি খেতেও অন্যরকম হয় এবং এটি হায়দ্রাবাদের ট্রেডিশানাল রান্নার মধ্যে অন্যতম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০-৪৫ মিনিট
৫ জনের জন্য
  1. ৭৫০ গ্রাম বাসমোতী চাল
  2. ৫০০ গ্রাম চিকেন
  3. ২ টেবিল চামচ টক দই
  4. ১ টেবিল চামচআদা -রসুন বাটা
  5. ১/২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদমতোনুন
  9. ১/২ চা চামচ চিনি
  10. ১ কাপ বেরেস্তা
  11. ২ টেবিল চামচ পুদিনা কুঁচি
  12. ১ টেবিল চামচ পার্স লে কুঁচি
  13. ২ টো চেরা কাঁচা লঙ্কা
  14. ১ টেবিল চামচ বিরিয়ানি মশলা
  15. ২ টেবিল চামচ ঘি
  16. ১ কাপ কেশর ভেজানো দুধ
  17. গোটা মশলা
  18. ১ ইনচি দারচিনি
  19. ১/২ চা চামচ শাহী জিরে
  20. স্বাদ মতো লবণ
  21. ৪টে দারচিনি
  22. ৫-৬ টা গোটা গোলমরিচ
  23. প্রয়োজন অনুসারেজল
  24. ১০০ গ্রাম সোয়াবিন তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০-৪৫ মিনিট
  1. 1

    প্রথমে পিঁয়াজ কুঁচি করে কড়াইতে তেল দিয়ে বেরেস্তা ভেজে নিতে হবে।

  2. 2

    এবার চিকেনে বেরেস্তা,অাদা-রসুন বাটা,কাঁচা লঙ্কা বাটা,টকদই,শুকনো লঙ্কা গুড়ো, হলুদ গুড়ো,নুন,বেরেস্তা ভাজা তেল, পুদিনা-পাসলে কুঁচি শাজিরে, দারচিনি,লবঙ্গ,এলাচ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ২০-৩০ মিনিট।

  3. 3

    এবার চাল ১ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তারপর একটা পাএে জল গরম করে তাতে দারচিনি,এলাচ,লবঙ্গ,তেজপাতা,নুন, ১ টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে ৮০ শতাংশ সিদ্ধ করে নিতে হবে।

  4. 4

    কড়াইতে সোয়াবিন তেল দিয়ে তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে কষিয়ে নিতে হবে।প্রয়োজনে সামান্য জল দিতে হবে। চিকেন সিদ্ধ হয়ে গেলে অাগে থেকে ভেজে রাখা অালু অার সামান্য বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার প্রথমে একটি পাত্রে ঘি দিয়ে তাতে কিছুটা চিকেন,বেরেস্তা,পুদিনা-পাসলে কুঁচি,দুধে ভিজানো কেশর,নুন,চিনি,ও ভাত দিয়ে লেয়ার করতে হবে।একই ভাবে তিনটি লেয়ার করতে হবে।এবং সব শেষে ঢকনার নিচে অাটার লেই করে অাটকে দিতে হবে জোর অাঁচে ১০-১৫ মিনিট রেখে হালকা অাঁচে রাখতে হবে ১০ মিনিট। হয়ে গেলে অাঁচ বন্ধ করে ১০ মিনিট রেখে দিতে হবে।

  6. 6

    হয়ে গেলে সালাড সাথে গরম গরম পরিবেশন করুন হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

Similar Recipes