লিট্টটি চোখা(Litti Chokha recipe in Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#Baburchihut
#প্রিয়রেসিপি

লিট্টটি চোখা(Litti Chokha recipe in Bengali)

#Baburchihut
#প্রিয়রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪জন
  1. ৫০০ গ্রাম আটা
  2. ৪০০ গ্রাম ছোলার ছাতু
  3. ১টি বড় পেঁয়াজ কুচি
  4. ১ টেবিল চামচ আদা কুচি
  5. ১ টেবিল চামচ লঙ্কা কুচি
  6. ১ টেবিল চামচ জোয়ান
  7. ১/২ চা চামচ হিং
  8. ১ টেবিল চামচ সর্ষের তেল
  9. স্বাদ মতো লবণ
  10. ১টেবিল চামচ লেবুর রস
  11. ২ টেবিল চামচ ঘি
  12. পরিমাণ মতো জল
  13. চোখার জন্য:
  14. ৩ টি আলু সেদ্ধ
  15. ১টি টমেটো সেদ্ধ
  16. ১টি পেঁয়াজ কুচি
  17. ১টেবিল চামচ ধনেপাতা কুচি
  18. ১টেবিল চামচ লঙ্কা কুচি
  19. স্বাদ মতো লবণ
  20. ১ চা চামচ সর্ষে তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে একটা পাত্রে আটা আর সামান্য জল নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ।অন্য একটা পাত্রে ছাতু, পেঁয়াজ কুচি, আদা, কুচি, লঙ্কা কুচি, হিং, লবণ, সরষে তেল,জোয়ান, লেবুর রস মিশিয়ে নিয়ে একটা মশলা তৈরি করতে হবে ।

  2. 2

    এবার ডো এর থেকে লেচি কেটে নিতে হবে। একটা করে লেচি করে গোল বানিয়ে হাতের তালুতে একটু চেপে নিয়ে একটা বাটি তৈরি করে ছাতুর মশলা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে আবার বল এর আকার এ বানিয়ে একটু চেপে দিতে হবে। প্রতিটি লিটটি এই ভাবে বানিয়ে নিতে হবে।

  3. 3

    এবার একটা গ্যাসে প্যান বসিয়ে গরম হলে ওর মধ্যে লিটটি গুলো লো আঁচে সেকে নিলেই আমার তৈরি হয়ে যাবে লিটটি।একটু ঘি গরম অবস্হা তে মাখিয়ে নিতে হবে লিটটি গুলো তে। দারুন টেস্ট লাগে।

  4. 4

    এবার আলু, টমেটো সেদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণ, সরষে তেল মাখিয়ে নিলেই হয়ে যাবে আলু চোখা একটু পাতলা করে। এরপর একটি প্লেটে আলু চোখা আর কাসুন্দি দিয়ে লিটি পরিবেশন করুন।গরম গরম লিটটি, চোখা দারুন হেল্থদি আর টেস্টি।

  5. 5
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes