লিট্টি ইন অ্যাপে প‍্যান (Litti in appe pan in bengali)

Uma Pandit
Uma Pandit @fupi_1975

#goldenapron3 #week 25 #নোনতা এটি বিহারের একটি বিখ্যাত খুবই জনপ্রিয় খাবার । সাধারণত জলখাবারে এটি খাওয়া হয় । কয়লার আচে খুব নিভু আগুনে এটিকে বানানো হয় , কিন্তু এখন এটা করা যায় না বলে আমি অ্যাপে প‍্যানে বানাই আর এটাও অসাধারণ হয় । এটা একদম আমার নিজস্ব রেসিপি ।।

লিট্টি ইন অ্যাপে প‍্যান (Litti in appe pan in bengali)

#goldenapron3 #week 25 #নোনতা এটি বিহারের একটি বিখ্যাত খুবই জনপ্রিয় খাবার । সাধারণত জলখাবারে এটি খাওয়া হয় । কয়লার আচে খুব নিভু আগুনে এটিকে বানানো হয় , কিন্তু এখন এটা করা যায় না বলে আমি অ্যাপে প‍্যানে বানাই আর এটাও অসাধারণ হয় । এটা একদম আমার নিজস্ব রেসিপি ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
৪ জনের জন্য
  1. ১১/২ কাপ আটা
  2. ১/৩ কাপ ছাতু
  3. ১ টা বড় পিয়াজকুচি
  4. ২ চা চামচ রসুনকুচি
  5. ১ চা চামচ জোয়ান
  6. ১/২ চা চামচ কালোজিরা
  7. ২ চা চামচ লেবুর রস
  8. ৩ চা চামচসরষের তেল
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. ১ চা চামচ ঘি
  11. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    আটার মধ্যে নুন ও পরিমানমতো জল দিয়ে ভালো করে মেখে ঢেকে রাখতে হবে ।

  2. 2

    ছাতুর মধ্যে পেয়াজকুচি, রসুনকুচি, লেবুর রস, ধনেপাতা কুচি, জোয়ান, কালোজিরা, সরষের তেল ও নুন দিয়ে ভালো করে মাখতে হবে ।

  3. 3

    এবার মাখা আটা থেকে ছোট ছোট বল বানিয়ে বাটির মতো করে মাঝখানে ছাতুর পুর ভরে মুখটা ভালো করে বন্ধ করতে হবে ।

  4. 4

    এবার অ্যাপে প‍্যান গরম করে ওর মধ্যে ঘী গ্রীস করে লিট্টি গুলো দিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে সেকতে হবে ।

  5. 5

    দুই দিক ভালো করে গ্লোডেন ফ্রাই করতে হবে ।

  6. 6

    গরম গরম টমেটো পুড়িয়ে মাখা বা আচাড় দিয়ে পরিবেশন করতে হবে ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Uma Pandit
Uma Pandit @fupi_1975

Similar Recipes