চকলেট কাপকেক (chocolate cupcake Recipe in Bengali)

Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

#CCC
খ্রিস্টমাস মানেই বিভিন্ন রকম খাওয়া দাওয়া আর আনন্দ করা। এই সময় অনেক রকম কেক, কুকিজ, স্নাকস বানানো হয়। কিন্তু খ্রিস্টমাস এ প্লাম কেক তো হতেই হবে কিন্তু বাচ্চারা সাধারণত প্লাম কেক খেতে চায় না, তাই বাচ্চাদের কথা ভেবে আমি বানালাম চকলেট কাপকেক। এটি এগলেস কেক।

চকলেট কাপকেক (chocolate cupcake Recipe in Bengali)

#CCC
খ্রিস্টমাস মানেই বিভিন্ন রকম খাওয়া দাওয়া আর আনন্দ করা। এই সময় অনেক রকম কেক, কুকিজ, স্নাকস বানানো হয়। কিন্তু খ্রিস্টমাস এ প্লাম কেক তো হতেই হবে কিন্তু বাচ্চারা সাধারণত প্লাম কেক খেতে চায় না, তাই বাচ্চাদের কথা ভেবে আমি বানালাম চকলেট কাপকেক। এটি এগলেস কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
১২ জন
  1. ১ কাপ ময়দা
  2. ২/৩ কাপ চিনি গুঁড়ো
  3. ৬ চা চামচ কোকো পাউডার
  4. ১/২ চা চামচ বেকিং সোডা
  5. ১ চা চামচ বেকিং পাউডার
  6. ১/৪ কাপ গুড়ো দুধ
  7. ১/৪ কাপ টক দই
  8. ২/৩ কাপ দুধ
  9. ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স
  10. ২ চা চামচ কফি পাউডার
  11. ২ টেবিল চামচ চকোচিপ্স
  12. ৭০ গ্রাম বাটার বা তেল
  13. ১ কাপ হুইপড ক্রীম
  14. ১/৪ কাপ ডার্ক চকোলেট
  15. ১ চা চামচ চকোলেট স্প্রিন্কল্স

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে হুইপড ক্রীম একটু গরম করতে হবে। ডার্ক চকোলেট কুচি করতে হবে।

  2. 2

    এবার গরম ক্রিমে ডার্ক চকোলেট গলিয়ে ভালো করে মেশাতে হবে। তারপর এই মিশ্রণটি ৫ মিনিট হুইপ করতে হবে। তারপর এটি ফ্রিজে রেখে দিতে হবে।

  3. 3

    এখন কেকের মিশ্রণ বানাতে হবে। প্রথমে ময়দা, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার, কফি পাউডার মিশিয়ে বাটার, দুধ ও দই মেশাতে হবে।

  4. 4

    তারপর এতে চোকোচিপস, ভ্যানিলা এসেন্স মেশাতে হবে।

  5. 5

    এবার পেপার কাপের ভিতরে তেল দিয়ে গ্রিজ করে কেকের মিশ্রণটি ১/২ অংশ ভরতে হবে।

  6. 6

    ওভেন ১৮০°c এ প্রিহিট করতে হবে। তারপর কাপকেক এর কাপ গুলি ওভেনে রেখে ১৮০°c এ ২০ মিনিট বেক করতে হবে।

  7. 7

    কেক বানানোর পর ভাল করে ঠান্ডা করে হুইপড ক্রীম দিয়ে পছন্দ মত ডিজাইন করে ফ্রস্টিং করতে হবে। তারপর ফ্রষ্টিং এর ওপর চকোলেট স্পৃংকেলস ছড়িয়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

Similar Recipes