চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

Priyanka Banerjee
Priyanka Banerjee @cook_25337287

চিকেন বিরিয়ানি (chicken biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম বাসমতী চাল
  2. ২৫০ গ্রাম চিকেন
  3. ৬ টি বড় পেঁয়াজ
  4. ২চা চামচআদা রসুন বাটা
  5. ৩টিডিম সেদ্ধ
  6. ২ টিবড়ো আলু ১/২ করে কাটা
  7. ৬চা চামচবিরিয়ানি মশলা
  8. ২চা চামচচিকেন মশলা
  9. ১চা চামচ জিরে গুঁড়া
  10. ১চা চামচধনে গুঁড়ো
  11. ২চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  12. ৪ফোঁটামিঠা আতর
  13. ১ চিমটিকেশর রঙ
  14. পরিমাণ মতোসাদা তেল
  15. ৪-৬চা চামচঘি
  16. ২টিছোটো এলাচ
  17. ২টিলবঙ্গ
  18. ২টিবড়ো এলাচ
  19. ২টিতেজপাতা
  20. পরিমান মতোধনে পাতা
  21. স্বাদ অনুযায়ীনুন
  22. ২চা চামচচিনি
  23. ২চা চামচটক দই
  24. ১/২লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পেঁয়াজ ভেজে বারিস্তা করে রাখুন

  2. 2

    এরপর মাংসে বারিস্তা কিছুটা, নুন ২ চামচ,কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, বিরিয়ানি মশলা ৪ চামচ, জিরে গুঁড়া,ধনে গুঁড়ো ও ৪ চামচ সাদা তেল, টক দই ২ চামচ, ১/২ লেবুর রস মিশিয়ে ১/২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

  3. 3

    এরপর আলু গুলোতে নুন ও ১ চামচ বিরিয়ানি মশলা মাখিয়ে ভেজে রাখুন।এবার যে পাত্রে চাল সেদ্ধ করবেন তাতে আগে গোটা গরম মশলা, বড়ো এলাচ ও ধনে পাতা ফুটিয়ে ওগুলো ফেলে দেবেন।তারপর চাল দিয়ে ৮০ শতাংশ সেদ্ধ করে নেবেন।

  4. 4

    ম্যারিনেট করা মাংস কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে ও অল্প চিনি দিয়ে রান্না করে রাখুন। গ্রেভি যেনো থাকে।এরপর একটা হাঁড়ি তে প্রথমে ২ চামচ ঘী দিয়ে তারপর তেজপাতা সাজিয়ে প্রথমে মাংস দিয়ে তারপর আলু দিয়ে সেদ্ধ ডিম সাজিয়ে ওপর থেকে ভাত পুরোটা সাজিয়ে দিন। তারপর একটা বাটিতে ভিজিয়ে রাখা মিঠা আতর ও কেশর রঙ মিশিয়ে রাখবেন সেটা ভাতের ওপর ছড়িয়ে দিন,২ চামচ ঘী ছড়িয়ে দিন ও বাকি বারিস্তা ছড়িয়ে দিন। হাঁড়ির মুখের চারপাশে আটা মাখা দিয়ে চেপে চেপে দিয়ে দিন।

  5. 5

    এরপর হাঁড়ির ঢাকা দিয়ে চেপে বন্ধ করে দিন। ও ওপর থেকে একটা ডেকচি তে জল দিয়ে হাঁড়ির ওপরে বসিয়ে দিন। ও ১৫ মিনিট ধিনে আঁচে হতে দিন।

  6. 6

    ১৫ হয়ে গেলে গ্যাস বন্ধ করে১৫-২০ মিনিট দমে রেখে দিন। হয়ে গেলে গরম গরম পরিবশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Banerjee
Priyanka Banerjee @cook_25337287

Similar Recipes