রসাবলি (Rosabali recipe in Bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

#GA4
#week16
এবারের ধাঁধা থেকে উড়িষ্যা বেছে নিলাম। এটি একটি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় এটা ঈশ্বরের ভোগ হিসেবেও নিবেদন করা যায়।

রসাবলি (Rosabali recipe in Bengali)

#GA4
#week16
এবারের ধাঁধা থেকে উড়িষ্যা বেছে নিলাম। এটি একটি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি খুব সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় এটা ঈশ্বরের ভোগ হিসেবেও নিবেদন করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
6 জন
  1. বড়া বানানোর জন্য
  2. 1/2 লিটারদুধ
  3. 3 চা চামচটক দই
  4. 2 চা চামচগুঁড়ো চিনি
  5. 2 চা চামচসুজি
  6. 1 চা চামচ ময়দা
  7. 2 চা চামচঘি
  8. প্রয়োজন মতোসাদা তেল
  9. ক্ষীর বানানোর জন্য লাগবে
  10. 2 কাপঘন দুধ
  11. 4 চা চামচগুঁড়ো চিনি
  12. 2 চা চামচখোয়া ক্ষীর

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে দুধ জ্বাল দিয়ে ফুটতে শুরু করলে টক দই দিয়ে ছানা কেটে নিন।

  2. 2

    এরপর একটি পাতলা কাপড়ে ঢেলে ছানার জল ঝরিয়ে নিন

  3. 3

    এরপর একটি পাত্রে ছানা এবং বড়ার বাকি উপকরণ একসাথে নিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দিন।

  4. 4

    দশ মিনিট পর মেখে রাখা ছানা থেকে কিছুটা করে অংশ নিয়ে ছবির মতো করে তৈরি করে নিন

  5. 5

    একটি প্লেটে সবকটা তৈরি করে রেখে দিন

  6. 6

    এরপর সাদা তেল ও ঘি গরম করে লাল করে ভেজে তুলে নিন

  7. 7

    এরপর ঘনদুধ একটি কড়াইতে জাল করে ফুটতে শুরু করলে গুঁড়ো চিনি ও খোয়াখীর মিশিয়ে ভাজা বড়া গুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন

  8. 8

    এরপর ঠাণ্ডা করে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন উড়িষ্যার বিখ্যাত রসাবলি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

Similar Recipes