পেঁয়াজ পরোটা (peyaj porota recipe in Bengali)

Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

#প্রিয়রেসিপি
#Babarchihut
আমাদের বাড়িতে সকলের প্রিয় জলখাবার

পেঁয়াজ পরোটা (peyaj porota recipe in Bengali)

#প্রিয়রেসিপি
#Babarchihut
আমাদের বাড়িতে সকলের প্রিয় জলখাবার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 ঘন্টা
4 জন
  1. ১ কাপ ময়দা
  2. ৩ চা চামচ সাদা তেল
  3. স্বাদ মতোনুন ও চিনি
  4. পুরের জন্য
  5. ২ টি পেঁয়াজ কুচি
  6. ১ টা আলু সেদ্ধ
  7. ১ চা চামচ গোটা জিরা
  8. ১ চা চামচ গোটা ধনে
  9. ২ চা চামচ আদা বাটা
  10. ৪ টা লঙ্কা কুচি
  11. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ১/২ চা চামচ হলুদ গুঁঁড়ো
  13. ১ চা চামচ বেসন
  14. ১/২ চা চামচ আমচুর
  15. পরিমানমতো ধনেপাতা কুচি
  16. পরিমাণ মতোসাদা তেল রান্নার জন্য

রান্নার নির্দেশ সমূহ

2 ঘন্টা
  1. 1

    ময়দা কে নুন,চিনি ও তেল দিয়ে মোয়াম দিয়ে গরম জলে মেখে নিন।

  2. 2

    এবার জিরা,ধনে কে শুকনো কড়াইতে নেড়ে নিয়ে গুঁড়ো করে নেব।

  3. 3

    তারপর পুর বানাতে হবে।কড়াইতে দু চামচ তেল দিয়ে ওতে গুঁড়ো করা মসলা তা আগে দেব।তারপর ওতে আদা বাটা, লঙ্কা কুচি দিয়ে নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে।এবার আলু সেদ্ধ কে চটকে ওতে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর লঙ্কা গুঁড়ো,হলুদ,আমচুর,বেসন দিয়ে আরও ভালো করে মেশাতে হবে।সঙ্গে নুন,চিনি দিতে হবে।এবং শেষে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নিতে হবে।পুর রেডি আমাদের।

  5. 5

    পুর এবার ঠান্ডা হয়ে গেলে,ময়দা থেকে লেচি কেটে পরিমাণ মতো পুর ভোরে দিতে হবে।

  6. 6

    এবার হালকা হাতে বেলে নিয়ে সাদা তেলে দুই পিঠ পরোটার মতো সেকে নিতে হবে।টক দই দিয়ে পরিবেশন করুন গরম গরম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

Similar Recipes