চটপটা মশালাদার আলু কা পরাঠা (alu ka paratha recipe in Bengali)

Pinki Chakraborty
Pinki Chakraborty @Pinkilovescookpad
বাঁকুড়া

#১লাফেব্রুয়ারী
#আলুরপরোটা
আমার বাড়ির সকলের প্রিয়

চটপটা মশালাদার আলু কা পরাঠা (alu ka paratha recipe in Bengali)

#১লাফেব্রুয়ারী
#আলুরপরোটা
আমার বাড়ির সকলের প্রিয়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘণ্টা 30মিনিট
3 জন
  1. 3 টেবড়ো সাইজের আলু
  2. 1 টাছোট পেঁয়াজ কুচি
  3. 1 চা চামচরসুন বাটা
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচক্যাপ্সিকাম কুচি
  6. 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  7. 2চা চামচভাজা মসলা (গোটা ধনে,গোটা জীরে,জোয়ান,শুকনো লঙ্কা ভেজে গুড়ো
  8. 2 চা চামচধনেপাতা কুচি
  9. 1/5 চা চামচদেড় চামচ পাতিলেবুর রস
  10. 1 চা চামচআমচুর পাউডার
  11. 1 চা চামচগোলমরিচ গুড়ো
  12. 6 মুঠোরুল ময়দা
  13. স্বাদ মতোনুন
  14. পরিমান মতদুধ
  15. 1 চা চামচজোয়ান
  16. 1 চা চামচঘি
  17. 1 চা চামচসর্ষের তেল
  18. পরিমাণ মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘণ্টা 30মিনিট
  1. 1

    প্রথমে আলুর ছাল ছুলে পরিষ্কারভাবে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে তারপর কড়াইয়ে 1চামচ সর্ষের তেল গরম করে ক্যাপ্সিকাম কুচি দিয়ে নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নুন, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি,কাচা লঙ্কা কুচি,ধনেপাতা কুচি,ভাজা মসলার গুড়ো,গোলমরিচ গুড়ো, আমচুর পাউডার দিয়ে নাড়াচাড়া করে পতিলেবুর রস ছড়িয়ে ভালো করে মেখে নিলেই রেডি আলুর পুর

  2. 2

    এরপর রুল ময়দাতে জোয়ান, ঘি,অল্প নুন ও পরিমান মত দুধ দিয়ে মেখে নিতে হবে ভালো করে ।তারপর লই কেটে নিতে হবে

  3. 3

    এরপর ময়দার লই গুলিকে বাটির মত শেপ করে তাতে ঠান্ডা করা আলুর পুর ভরে ভালো করে মুড়ে একটু করে রুলময়দা ছড়িয়ে গোল করে বেলে নিতে হবে

  4. 4
  5. 5

    এরপর তাওয়ায় বেলা পরোটাটি দিয়ে দুপাশ সেকে 1চামচ সাদা তেল দিয়ে লাল করে ভেজে নিতে হবে

  6. 6

    এরপর রেডি হয়ে গেল চটপটে মশলাদার আলু কা পরাঠা ।এরপর টমেটো সস ও আলু মটরের তরকারি দিয়ে গরম গরম পরিবেশন করুন

  7. 7
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pinki Chakraborty
Pinki Chakraborty @Pinkilovescookpad
বাঁকুড়া
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রেসিপি বানাতে ও শিখতে খুব ভালো লাগে ।
আরও পড়ুন

Similar Recipes