সাদা আলুর তরকারি (white potato vegetable recipe in Bengali)

Banasree Bhowal
Banasree Bhowal @banasree
Siliguri

#homechef.friends
#gharoaranna
আজ সকালের জন্যে তৈরি করে নিলাম সাদা আলুর তরকারি।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৫-৬
  1. ৪ টিআলু (সেদ্ধ করা)
  2. ১.৫ ক্যাপ্সিকাম (কুচি করে কেটে নেওয়া)
  3. ১.৫ টমেটো ( কুচি করে কেটে নেওয়া
  4. ৮-১০ টি কারি পাতা
  5. ২ চা চামচলবণ
  6. ১ চা চামচকালো জিরে
  7. ২ চা চামচশুকনো লঙ্কা
  8. ২ চা চামচ চিনি
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে আলু গুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে ভালো করে।

  2. 2

    আলু সেদ্ধ হয়ে গেলে, ক্যাপ্সিকাম, টমেটো আর সেদ্ধ করে নেওয়া আলু গুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইতে তেল দিতে হবে, তেল গরম হলে কালো জিরে, শুকনো লঙ্কা, আর কারিপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আলু গুলো দিয়ে দিতে হবে।

  4. 4

    আলু ভালো করে কষানো হলে ক্যাপ্সিকাম কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে।

  5. 5

    আলু আর ক্যাপ্সিকাম ভালো করে মেশানোর পর টমেটো কুচি দিয়ে একটু নেড়ে নিয়েই জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।

  6. 6

    সব কিছু ভালো করে মেশানোর হলে, এক এক করে লবণ হলুদ আর চিনি দিয়ে নাড়তে হবে সব্জি টা মাখা মাখা হয়ে যাওয়া অবধি।

  7. 7

    মাখা মাখা হয়ে গেলেই তৈরি সাদা আলুর সব্জি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Banasree Bhowal
Banasree Bhowal @banasree
Siliguri

Similar Recipes