লোভনীয় ফুচকা

Rakhi Ghosh
Rakhi Ghosh @cook_27881776

প্রথমে এক কাপ আটা,এক কাপ সুজি দুচামচ তেল ময়াম দিয়ে একটু নরম করে মেখে আধ ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে।ফলে সুজি ও আটা মেতে যাবে।
আলু,মটর,ছোলা সিদ্ধ করে নুন(বিটনুন)ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো,ভাজা মশলা,লাল লঙ্কার গুঁড়ো,ধনে পাতা দিয়ে মেখে রাখতে হবে।
তেঁতুল জলে ভিজিয়ে তার মধ্যে বিট নুন,আধখানা ল্ববুর রস,ধনে পাতা, ভাজা মশলা,লঙ্কার গুঁড়ো, দিয়ে তেঁতুল জল তৈরীকরতে হবে।
তারপর লেচি কেটে পাতলা করে রুটি বেলে,একটা বাটি দিয়ে ছোটোছোটো বেলে ছাঁকা তেলে ভেজে পুর,তেঁঁতুল জল সহযোগে পরিবেশন করতে হয় ঘরে বানানো অতি সুস্বাদু লোভনীয় ফুচকা।

লোভনীয় ফুচকা

প্রথমে এক কাপ আটা,এক কাপ সুজি দুচামচ তেল ময়াম দিয়ে একটু নরম করে মেখে আধ ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে।ফলে সুজি ও আটা মেতে যাবে।
আলু,মটর,ছোলা সিদ্ধ করে নুন(বিটনুন)ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো,ভাজা মশলা,লাল লঙ্কার গুঁড়ো,ধনে পাতা দিয়ে মেখে রাখতে হবে।
তেঁতুল জলে ভিজিয়ে তার মধ্যে বিট নুন,আধখানা ল্ববুর রস,ধনে পাতা, ভাজা মশলা,লঙ্কার গুঁড়ো, দিয়ে তেঁতুল জল তৈরীকরতে হবে।
তারপর লেচি কেটে পাতলা করে রুটি বেলে,একটা বাটি দিয়ে ছোটোছোটো বেলে ছাঁকা তেলে ভেজে পুর,তেঁঁতুল জল সহযোগে পরিবেশন করতে হয় ঘরে বানানো অতি সুস্বাদু লোভনীয় ফুচকা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫_৩০ মিনিট
চার জন
  1. ১কাপ আটা,১কাপ সুজি,দু চামচ তেল, তেেঁতুল,পাতি লেবু,জিরে গুুঁড়ো,ধনে গুুঁড়ো,বিটনুন,ভাজামশলা(জিরে,গরমমশলা,শুকনো লঙ্কা শুকনো ভেজে গুুঁড়োনো)ধনে পাতা।

রান্নার নির্দেশ সমূহ

২৫_৩০ মিনিট
  1. 1

    আটা সুজি ময়াম দিয়ে মাখে, রুটি বেলে ছোটো একটা মাপের ফুচকা আকারে কেটে নিতে হবে।

  2. 2

    পুর ও তেঁতুল জল তৈরী করে রাখতে হবে।

  3. 3

    এবার ফুচকাগুলো ভেজে নিতে হবে।

  4. 4

    এবার পুর তেঁতুলজল সহযোগে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rakhi Ghosh
Rakhi Ghosh @cook_27881776

মন্তব্যগুলি (2)

Rakhi Ghosh
Rakhi Ghosh @cook_27881776
ছবি আপলোড হচ্ছিলো না।এবার হয়েছে।

Similar Recipes