শাহী ফুলকপি(shahi foolkopi recipe in Bengali)

প্রিয়াঙ্কা সাহা তালুকদার
প্রিয়াঙ্কা সাহা তালুকদার @cook_28043754

#শাকসব্জীরেসিপি
#shabnam

শাহী ফুলকপি(shahi foolkopi recipe in Bengali)

#শাকসব্জীরেসিপি
#shabnam

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1 টা বড় ফুলকপি
  2. পরিমান মতমটরশুঁটি
  3. 1/2 কাপসাদা তেল
  4. 2 টেবিল চামচঘি
  5. পরিমান মতোফোঁড়নের জন্য গোটা গরম মশলা (2 টো এলাচ,2টো লবঙ্গ,সামান্য দারচিনি) ও অল্প শা জিরা-শা মরিচ
  6. গ্রেভির জন্য
  7. 50 গ্রাম পোস্ত
  8. 2 টেবিল চামচ চারমজগ
  9. ,6-7 টা কাজু
  10. 1/2কাপ ফেটানো টকদই
  11. স্বাদ অনুযায়ীলঙ্কা বাটা
  12. 1 টেবিল চামচশিমলা মির্চ গুঁড়ো
  13. 1টেবিল চামচ বিরিয়ানি মশলা (শা জিরা,শা মরিচ,জায়ফল,জয়িত্রী,স্টার আনিস শুকনো খোলে ভেজে গুঁড়ো করা),1/4 কাপ ক্রিম(এটা অপশনাল)
  14. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  15. স্বাদ মতোনুন,চিনি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ফুলকপি টা ছোট ছোট টুকরো করে কেটে হালকা ভাপিয়ে নিতে হবে

  2. 2

    এরপর কড়াইতে তেল দিয়ে ফুলকপি গুলো নুন ও খুব সামান্য হলুদ দিয়ে ভেজে নিতে হবে,ভালো করে ভাজা হয়ে এলে ওতে মটরশুঁটি গুলো দিয়ে দিতে হবে।সবটা ভাজা হলে নামিয়ে নিতে হবে

  3. 3

    এবার কড়াই তে 2 চামচ সাদা তেল ও 1 চামচ ঘি দিয়ে তাতে গরম মশলা সব ফোড়ন দিয়ে তার মধ্যে পোস্ত,চারমগজ,কাজু বাটা,লঙ্কা বাটা,শিমলা মির্চ গুঁড়ো,নুন দিয়ে ভালো করে কষাতে হবে।তেল ছেড়ে এলে ওতে দই,বিরিয়ানি মশলা ও সামান্য চিনি দিয়ে আবার কষিয়ে নিতে হবে।

  4. 4

    মশলা কষে এলে তারমধ্যে ভাজা ফুলকপি ও খুব সামান্য পরিমাণ জল দিয়ে আবার কষাতে হবে তেল না ছাড়া পর্যন্ত

  5. 5

    এবার ফ্রেশ ক্রিম দিয়ে আর একটু নেড়ে চেড়ে, ওপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি শাহী ফুলকপি।পরোটা র সাথে খুব ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
প্রিয়াঙ্কা সাহা তালুকদার

Similar Recipes