ডাল মাখানি (Dal makhani recipe in Bengali)

Rubia Begam
Rubia Begam @cook_200789

#GA4
#week17
এই সপ্তাহে ধাঁধা থেকে নিলাম ডাল মাখানি।

ডাল মাখানি (Dal makhani recipe in Bengali)

#GA4
#week17
এই সপ্তাহে ধাঁধা থেকে নিলাম ডাল মাখানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৫ জন
  1. ২০০ গ্রাম গোটা কলাইয়ের ডাল
  2. ৪ টেবিল চামচ বাটার /মাখন
  3. ২ টেবিল চামচ কাশ্মিরী লংকার গুঁড়ো
  4. ১ টেবিল চামচ ঘি
  5. ১.৫ কাপ টমেটো পিউরি
  6. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  7. স্বাদমতো নুন
  8. প্রয়োজন মতো জল
  9. ১ চা চামচ কসুরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ডাল ভালো করে ধুয়ে নিয়ে আগের রাতে ভিজিয়ে রাখতে হবে।তারপর প্রেসার কুকারে পরিমান মতো জল দিয়ে ৫ টি সিটি দিয়ে নামিয়ে নিতে হবে।

  2. 2

    টমেটো সেদ্ধ করে বেটে নিতে হবে।

  3. 3

    কড়াইয়ে ঘি দিয়ে তাতে আদা ও রসুন বাটা দিয়ে ভাজতে হবে।তাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে।

  4. 4

    মশলা একটু ভাজা হলে তাতে বাটার দিতে হবে।এরপর টমেটো পিউরি ঢেলে দিতে হবে।

  5. 5

    টমেটো পিউরি ভাজা মতো হয়ে এলে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল ঢেলে দিতে হবে।

  6. 6

    একটু জল দিয়ে ফুটতে দিতে হবে।

  7. 7

    এবার ফোড়ন দেবার জন্য ফ্রাইং প্যানে বাটার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ও কাসৌরি মেথি দিতে হবে।একটু ভাজা হলে ওই ফোড়ন ডালের মধ্যে ঢেলে দিতে হবে।

  8. 8

    তারপর নামিয়ে রুটি দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rubia Begam
Rubia Begam @cook_200789

Similar Recipes