ইডলি, মশালা ইডলি আর সাম্বর (idli,mashla idli are sambar recipe in Bengali)

Bulbul Chattopadhyay
Bulbul Chattopadhyay @cook_28333892

#রান্নাঘর (Apni Rasoi)
থিম: জলখাবার

আমি বানিয়েছি দক্ষিণ ভারতের ইডলি সম্বর যা আমাদের মানে বাঙালি দের ও ঘরের খাবার হয়ে গেছে। মসালা ইডলি টা আমার আইডিয়া ।

ইডলি, মশালা ইডলি আর সাম্বর (idli,mashla idli are sambar recipe in Bengali)

#রান্নাঘর (Apni Rasoi)
থিম: জলখাবার

আমি বানিয়েছি দক্ষিণ ভারতের ইডলি সম্বর যা আমাদের মানে বাঙালি দের ও ঘরের খাবার হয়ে গেছে। মসালা ইডলি টা আমার আইডিয়া ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জনের জন্য
  1. ইডলির জন্য-
  2. ২কাপ সেদ্ধ চাল
  3. ১কাপ বিউলির ডাল
  4. ১/২চা চামচ মেথি
  5. ১চা চামচ নুন
  6. সাম্বর এর জন্য
  7. ২টো পেঁয়াজ
  8. ১টা গাজর
  9. ৪কোয়া রসুন
  10. ১টা টমেটো
  11. ১/২বাটি অহডর ডাল
  12. ১টেবিল চামচ সাম্বার মশলা
  13. ১/২ কাপ তেঁতুলের ক্বাথ
  14. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  15. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  16. স্বাদ মত নুন
  17. ১ চিমটিহিং
  18. পরিমান মত সাদা তেল
  19. প্রয়োজন অনুযায়ীফোঁড়নের জন্য (কারিপাতা, সরষে, শুকনো লঙ্কা, মেথি)

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ইডলির জন্য চাল ও ডাল আলাদা করে ভিজিয়ে রাখতে হবে ৭/৮ঘন্টা। চালের মধ্যে এইসময় মেথি দিয়ে রাখতে হবে।চাল ও আলাদা করে বেটে নিতে হবে।এবার চাল বাটা, ডাল বাটা একসাথে ভালো করে মিশিয়ে ১৬ ঘন্টা ঢাকা চাপা দিয়ে একটু গরম জায়গায় রেখে দিতে হবে।

  2. 2

    মিশ্রণটি বেশ ফেঁপে উঠলে ওর মধ্যে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ইডলি স্ট্যান্ডে অল্প করে তেল লাগিয়ে, ওর মধ্যে এক হাতা করে মিশ্রন দিয়ে কম আঁচে ৭/৮মিনিট ভাপিয়ে নিতে হবে।২/৩মিনিট পরে বের করে নিতে হবে। ইডলি তৈরী।

  3. 3

    মশালা ইডলিজন্য-অল্প তেলে সরষে, কারিপাতা ও শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বের হলে জিরে ধোনে গুরি, রসুন কুচি দিয়ে নেরে একটু জল দিয়ে ইডলি দিতে হবে।।একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরী।

  4. 4

    সম্বর এর জন্য -ডাল ২ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এবার টমেটো, পেঁয়াজ সব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। রসুন কুচি করে কেটে নিতে হবে।

    * টমেটো, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, হিং, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গাজর, পরিমাণমতো জল দিয়ে ভেজানো ডাল ও সম্বর মশলা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে।
    * ডাল সেদ্ধ হলে তেঁতুলের কাথ ১/২ কাপ দিতে হবে।
    * প্যান এ ফোড়নের জন্য কারিপাতা, সরষে, শুকনো লঙ্কা, মেথি একটু জিরে দিয়ে তৈরী ডাল দিয়ে ২ মিনিট ফোটালে ই সম্বর তৈরী।


  5. 5

    এবার ইডলি, সম্বর ও মসালা ইডলি একসাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bulbul Chattopadhyay
Bulbul Chattopadhyay @cook_28333892

Similar Recipes