মসলা ধোসা (Masala dosa recipe in bengali)

Suparna Mandal
Suparna Mandal @Suparna_2011

#GA4
#Week3
এটি একটি জনপ্রিয় মুচমুচে টিফিনের খাবার বা সকালের জলখাবার।

মসলা ধোসা (Masala dosa recipe in bengali)

#GA4
#Week3
এটি একটি জনপ্রিয় মুচমুচে টিফিনের খাবার বা সকালের জলখাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আধ ঘন্টা
৫জন
  1. ১কাপ বিউলির ডাল
  2. ২কাপ আতপ চাল
  3. ১চা চামচ মৌরি
  4. ২চা চামচছোলার ডাল
  5. পরিমাণমতোআলু সিদ্ধ
  6. ৪-৫টিকারিপাতা
  7. ১/২চা চামচসরষে
  8. ২কাপঅড়হর ডাল
  9. ৩টে বড়ো পিঁয়াজ কুচি
  10. ২চিমটিহিং
  11. ১টাটমেটো
  12. ২চা চামচসম্বর মসলা
  13. ১চা চামচলাল লংকা
  14. প্রয়োজন মতোসাদা তেল
  15. ১ টাগাজর
  16. প্রয়োজন অনুযায়ীলাউ
  17. ৬টিফ্রেন্চ বিন্স
  18. ২ টিসজনে ডাঁটা
  19. ১ টেবিল চামচ তেঁতুলের ক্বাথ

রান্নার নির্দেশ সমূহ

আধ ঘন্টা
  1. 1

    চাল ও ডাল আলাদা পাত্রে জল দিয়ে ধুয়ে, ওই মৌরি টা দিয়ে ভিজিয়ে রাখতে হবে ৪-৫ঘণ্টা ভিজে গেলে প্রথমে ডাল ও পরে চাল বেঁটে নিতে হবে

  2. 2

    এবার চাল ডাল একসাথে ফেটিয়ে, নুন দিয়ে সারা রাত্রি ফার্মেন্ট হতে দিতে হবে। সকাল বেলায় মিশ্রণ ফুলে উঠলে তাতে পরিমাণমতো জল মিশিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করতে হবে

  3. 3

    তাওয়া গরম হলে ঠাণ্ডা জলের ঝাপটা দিয়ে তেল বুলিয়ে মিশ্রণ টি পাতলা করে তাওয়ায় দিয়ে দিতে হবে।

  4. 4

    ১মিনিট পর উপরে মাখন বা সাদা তেল দিয়ে উল্টো পিঠ টাও একটু গরম করে নামাতে হবে

  5. 5

    ভিতরের পুরের জন্য অল্প বিউলির ডাল,১টা পিয়াজ কুচি, ছোলার ডাল, কারিপাতা, সম্বর মসলা, লাল লংকা গুঁড়ো,হিং, টমেটো আর আলু সিদ্ধ লাগবে। তেলে সব কিছু দিয়ে ভেজে আলু সিদ্ধ টা দিয়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিতে হবে

  6. 6

    সম্বর ডালের জন্য অরহর ডাল সবজি একসাথে কুকারে সিদ্ধ করে নিতে হবে। এবার কড়া টে সাদা তেল দিয়ে তাতে হিং, পিয়াজ, কারিপাতা, সরষে ভেজে এবার ওই সিদ্ধ ডাল দিয়ে দিন।

  7. 7

    ডাল ফুটে গেলে নুন, মিষ্টি, হলুদ, তেঁতুলের ক্বাথ, সম্বর মসলা দাও ১-২মিনিট পর নামিয়ে নাও

  8. 8

    এবার চাইলে বাদাম চাটনি আর ডালের সঙ্গে পরিবেশন করুন মসলা ধোসা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Mandal
Suparna Mandal @Suparna_2011
হ্যাঁ আমি রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি
আরও পড়ুন

Similar Recipes