চিকেন বিরিয়ানি (Chicken Biriyani Tamil style recipe in Bengali,)

Bulbul Chattopadhyay
Bulbul Chattopadhyay @cook_28333892

#আমারপ্রথমরেসিপি
আমি চেন্নাই এ থাকি বোলে, এখানের খাবার একটু আধটু কোরতে পারি। আজকের রেসিপি টি এখানে খুব জনপ্রিয় ।

চিকেন বিরিয়ানি (Chicken Biriyani Tamil style recipe in Bengali,)

#আমারপ্রথমরেসিপি
আমি চেন্নাই এ থাকি বোলে, এখানের খাবার একটু আধটু কোরতে পারি। আজকের রেসিপি টি এখানে খুব জনপ্রিয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৫ জন
  1. ২৫০গ্রাম বাসমতী চাল
  2. ৫০০গ্রাম চিকেন
  3. প্রয়োজন অনুযায়ী গরম মশলা
  4. ১-২ টো তেজপাতা
  5. ৪০০গ্রামপেঁয়াজ
  6. ৪০০গ্রাম টমেটো
  7. ৫০গ্রাম আদা রসুন বাটা
  8. ২চা চামচ মৌরি বাটা
  9. প্রয়োজন অনুযায়ী চিকেন বিরিয়ানি মশালা
  10. ৫টি কাঁচা লঙ্কা
  11. ১/২কাপ দই
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. স্বাদমতো লঙ্কা গুঁড়ো
  14. স্বাদমতো নুন
  15. প্রয়োজন অনুযায়ী ধনিয়া পাতা
  16. ১ চা চামচ পুদিনা পাতা
  17. পরিমান মতো কেশর একটু
  18. প্রয়োজন অনুযায়ী দুধ একটু
  19. পরিমান মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ১)চাল ৩০ মিনিট ভিজিয়ে, জল ঝোরিয়ে রাখতে হবে।অন্যদিকে চিকেন ভালো কোরে ধুয়ে নুন, হলুদ, লংকা, দই, চিকেন মশালা, অর্ধেক আদা রসুন বাঁটা দিয়ে ম্যরিনেশন কোরে রাখতে হবে।

  2. 2

    প্যানে তেল গরম হোলে গরম মশালা, তেজপাতা ফোড়ন দিয়ে পেয়াজ দিতে হবে।
    একটু ভাজা হোলে টমেটো দিতে হবে। টমেটো নরম হোলে, ১/২ আদা রসুন বাঁটা
    দিয়ে কোষিয়ে নিয়ে, একটু ধনে পাতা, পুদিনা পাতা, লংকা, হলুদ গুরি, মৌরি বাঁটা দিতে হবে।

  3. 3

    ভালো কোরে কষানো হোলে ম্যরিনেটেড
    চিকেন দিয়ে আবার কষিয়ে একটু গরম জল দিয়ে ফুটতে দিতে হবে।

  4. 4

    জল শুকিয়ে গেলে জল ঝরানো চাল দিয়ে চিকেন ডেকে দিয়ে হবে। পুদিনা ধনে পাতা দিয়ে পরিমান মতো গরম জল দিয়ে দম এ বসাতে হবে। জাল কোমিয়ে ১৫ মিনিট দম এ রাখতে হবে।

  5. 5

    ৫)শেষে দুধে ভেজান কেশর দিয়ে নামালে ই রেডি।

  6. 6

    ৬)রায়তা, বেগুনের টক তরকারি (তামিল স্টাইল) দিয়ে পরিবেশন কোরেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bulbul Chattopadhyay
Bulbul Chattopadhyay @cook_28333892

Similar Recipes