কাশ্মীরি কোপ্তা (kashmiri khofta recipe in Bengali)

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

#GA4
#week20
এবারের ধাঁধা দিয়ে আমি বানিয়েছি কাশ্মীরি কোপ্তা।

কাশ্মীরি কোপ্তা (kashmiri khofta recipe in Bengali)

#GA4
#week20
এবারের ধাঁধা দিয়ে আমি বানিয়েছি কাশ্মীরি কোপ্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 সারভিংস
  1. কোপ্তার জন্য
  2. ১/২কেজি চিকেন
  3. ২০০ গ্রাম ছোলার ডাল
  4. ১ টা ডিম
  5. ১ টা পেঁয়াজ
  6. ১/২ আঁটি ধনেপাতা
  7. ২ টো কাঁচা লংকা
  8. ১ টেবিল চামচ আদারসুন বাটা
  9. ২ টো শুকনো লংকা
  10. ১ টেবিল চামচ পুদিনা পাতা
  11. ১ চা চামচ জিরা গুঁড়ো
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  14. স্বাদ মতো নুন
  15. ২০০ এম এল গ্রাম তেল (ভাজার জন্য)
  16. গ্রেভির জন্য
  17. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  18. ২ টো কাঁচা লঙ্কা
  19. ২ টো পেঁয়াজ
  20. ১ টা টমেটো
  21. ১/২ কাপ দই
  22. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  23. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  24. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  25. ১/২ আঁটি ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে ছোলার ডাল কে ১/২ ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপর কুকারে ছোলার ডাল, পেয়াজকুচি,টমেটো কুচি,আদারসুন বাটা,ধনে পাতা,পুদিনা পাতা,নুন,লংকা গুড়ো,হলুদ গুড়ো,জিরা গুড়ো,গরম মসলা গুড়ো, ধনে গুড়ো, কাচা লংকা, সব এক সাথে দিয়ে ভালো করে নেড়ে ২টো সিটি দিয়ে দিন।তারপর বোনলেস চিকেন টা দিন, আরো ২ টো সিটি দিন।

  2. 2

    চিকেন কে ঠান্ডা করে তারপর মিক্সারে পিষে নিন।

  3. 3

    তারপর ছোট ছোট বল করে গরম তেলে লাল লাল করে ভেজে নিন।

  4. 4

    কড়াতে অল্প তেল দিন, তারপর পেয়াজ, টমেটো, কাঁচা লংকা, শুকনো লংকা, দিয়ে হাল্কা ভেজে নিন।পেঁয়াজ, টমেটো,কাঁচা লংকা, শুকনো লংকা, আদারসুন সব মিক্সার এ দিয়ে পেস্ট বানিয়ে নিন।

  5. 5

    একটা বড় হাঁড়িতে তেল দিন, তেল গরম হলে ওতে পেঁয়াজ পেস্ট টা দিয়ে ভালো করে নাড়ুন, সব গুড়ো মশলা দিন, ভাজা ভাজা হলে সব মশলা ও টকদই দিয়ে ভালো করে মিশিয়ে নিন।অল্প জল দিন।তারপর ভেজে রাখা কোপ্তা গুলো দিয়ে দিন।ওপর দিয়ে ধনেপাতা কুচি দিন। গরম মশলা গুঁড়ো দিন।

  6. 6

    তৈরি কাশ্মীরি কোপ্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

Similar Recipes