তন্দুরি চিকেন(Tandoori Chicken recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#GA4
#week19
এবারে ধাঁধা থেকে আমি তন্দুরি বেছে নিয়েছি. আমি গ্যাস আগুনে তন্দুর করেছি.

তন্দুরি চিকেন(Tandoori Chicken recipe in Bengali)

#GA4
#week19
এবারে ধাঁধা থেকে আমি তন্দুরি বেছে নিয়েছি. আমি গ্যাস আগুনে তন্দুর করেছি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 জন
  1. 1 টিবড় সাইজের চিকেন লেগ পিস
  2. 3টেবিল চামচ টক দই
  3. 1/2 চা চামচজিরা গুঁড়ো
  4. 1/2 চা চামচধনে গুঁড়ো
  5. 1/2 চা চামচগোটা গরম মশলা শুকনা তওয়ায় ভেজে গুঁড়ো করা(দারচিনি
  6. পরিমাণ মতো (লবঙ্গ,এলাচ,জায়ফল,জয়ত্রী ছোট এলাচ, বড় এলাচ, স্টার এনিস)
  7. 1/2টেবিল চামচ শুকনা তাওয়ায় ভাজা কাসুরি মেথি
  8. 1/2টেবিল চামচ কাশ্মীরি শুকনো লঙ্কাগুঁড়ো
  9. 1/2 চা চামচশুকনো লাল লঙ্কা গুঁড়ো
  10. 1/2 টুকরোলেবুর রস
  11. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  12. 1/2 চা চামচচাট মসলা
  13. 1/2 চা চামচবিট লবণ
  14. 1টেবিল চামচ শুকনা তাওয়ায় ভাজা বেসন
  15. 1টেবিল চামচ সরষের তেল
  16. স্বাদমতোখাবার লবণ
  17. 1টেবিল চামচ সাদা তেল
  18. 1টেবিল চামচ ঘি
  19. প্রয়োজন মতো ব্রাশ করার জন্য বাটার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমেই লেগ পিস ধুয়ে দুই পাশেই ছুরি দিয়ে চির চিরে নিতে হবে. লেবুর রস, গোলমরিচ গুরো, লবণ দিয়ে 1 ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে.

  2. 2

    দ্বিতীয় মেরিনেশন এর জন্য একটি বাটিতে আদা রসুন বাটা, টক দই, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, বিটনুন, চাট মসলা, কাসুরি মেথি, বেসন, সরষের তেল, গরম মশলা গুঁড়ো,জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে. এবার এই মিশ্রণটি একঘন্টা পরে ম্যারিনেট করা মাংসের মধ্যে মিশিয়ে নিতে হবে.6-7 ঘন্টা ঢেকে ফ্রিজে রেখে দিতে হবে.

  3. 3

    এবার একটি পাত্র ভালো করে গরম করে তেল আর ঘি গরম করে ম্যারিনেট করা মাংস আর মশলা গুলি দিয়ে দিতে হবে. মিডিয়াম থেকে লো আচে ঢাকা দিয়ে মাংসটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে. জল দেওয়া যাবেনা.

  4. 4

    মাংস যখন একটু সেদ্ধ হয়ে যাবে ওই মাংসের পাত্রে একটি পাত্র নিয়ে একটি কাঠের টুকরো আগুনে পুড়িয়ে নিয়ে রাখতে হবে আর উপর থেকে ঘি দিতে হবে. আর যখন ধোয়া উঠবে তখন সঙ্গে সঙ্গে পাত্রটি ঢাকা দিতে হবে.5-7 মিনিট পর ঢাকনা দিয়ে খুলতে হবে. গ্রেভি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে.

  5. 5

    এবার গ্যাসের আগুনের চারপাশে একটি কাপড় রাখতে হবে যাতে তেল ছিটিয়ে নোংরা না হয়. একটি রুটি ছাঁকনির উপরে তেল লাগিয়ে নিতে হবে. এবার মাংসের টুকরোটা উপরে রেখে গ্যাসের আগুন হাই হিটে রেখে মাংসটা পুড়িয়ে দিতে হবে. উপর থেকে গলানো বাটার দিয়ে ব্রাশ করে দিতে হবে. একপিঠ পোড়ানো হয়ে গেলে অপর পিঠে উল্টে দিয়ে আবার একটু বাটার ব্রাশ করে দিতে হবে. ভালোভাবে পোড়ানো হয়ে গেলে নামিয়ে নিতে হবে.

  6. 6

    এবার উপর থেকে লেবুর রস, বিটনুন, চাট মসলা ছড়িয়ে দিয়ে ধনেপাতার চাটনি, সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes