ফুলকপির সিঙ্গাড়া (Cauliflower Samosa Recipe in Bengali)

Debanjana Ghosh
Debanjana Ghosh @deba_14
Salkia, Howrah

#GA4 #Week21

এই সপ্তাহে বেছে নিলাম সিঙ্গাড়া। বানিয়ে ফেললাম ডিজাইন করা ফুলকপির সিঙ্গাড়া।

ফুলকপির সিঙ্গাড়া (Cauliflower Samosa Recipe in Bengali)

#GA4 #Week21

এই সপ্তাহে বেছে নিলাম সিঙ্গাড়া। বানিয়ে ফেললাম ডিজাইন করা ফুলকপির সিঙ্গাড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩ জন
  1. পুরের জন্য
  2. ১ টা বড় আলু সেদ্ধ
  3. ১ মুঠো কড়াইশুটি
  4. ১ টা ছোট ফুলকপি
  5. ১ টুকরো আদা
  6. ১ টা কাঁচা লঙ্কা
  7. ১ চা চামচ ধনে গুঁড়া
  8. ১ চা চামচ জিরে গুঁড়া
  9. ১ চা চামচ চাট মশলা
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. ১ চা চামচ চিনি
  12. ১ চা চামচ হলুদ গুঁড়া
  13. ১/২ চা চামচ হিং গুঁড়ো
  14. ১/২ চা চামচ পাঁচ ফোড়ন
  15. ১ টা শুকনো লঙ্কা
  16. ১ চা চামচ কসুরী মেথি
  17. ১ মুঠো বাদাম
  18. ১ চা চামচভাজা মশলা
  19. ২ চা চামচ তেল
  20. সিঙ্গাড়ার খোলের জন্য
  21. ২ কাপ ময়দা
  22. ১ চা চামচ কালো জিরে
  23. ১/২ নুন
  24. ১ চা চামচ ঘি
  25. পরিমাণ মত জল
  26. প্রয়োজন মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে ময়দা টে ঘি, নুন, কালো জিরে দিয়ে একটা ডো মেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি আধ ঘন্টার জন্য।

  2. 2

    পুরের জন্য পরিমাণ মতন বাদাম ভেজে নিয়েছি।

  3. 3

    এবার একসাথে আদা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, চাট মশলা সব কিছু মিশিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি।

  4. 4

    কড়াইতে তেল দিয়ে হিং, শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে ওই পেস্ট টা মিশিয়ে ভালো ভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আলু, ফুলকপি, কড়াইশুটি সেদ্ধ দিয়ে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিয়েছি।

  5. 5

    কসুরি মেথি, ভাজা মশলা ও বাদাম ভাজা মিশিয়ে একটু খনতি দিয়ে চিপে চিপে ভালো ভাবে নেড়ে চেড়ে নিয়েছি।

  6. 6

    লেচি গুলো বেলে নিয়ে একদিকে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে ওপর দিক টা মুড়ে নিয়েছি। ওপরের দিকে জল দিয়ে দুই কোন মুড়ে খিলির মতন আকার করে ভেতরে পুর ভরে ভালো ভাবে মাথাটা আটকে দেওয়া হয়েছে।

  7. 7

    এইভাবে সবগুলো গড়ে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে ভেজে নিয়ে গরম গরম সস দিয়ে সার্ভ করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debanjana Ghosh
Salkia, Howrah

Similar Recipes