ফুলকপির সিঙ্গারা (phulkopir singara recipe in Bengali)

Kamala Dey
Kamala Dey @cook_26781201

ফুলকপির সিঙ্গারা (phulkopir singara recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩-৪ জন
  1. ২০০গ্রামময়দা
  2. ৭০গ্রামফুলকপি
  3. ৫০ গ্রামআলু
  4. ১/২টিট্যমেটো
  5. ১চা চামচক্যাপ্সিকাম কুচি
  6. ২০ গ্রামবাদাম
  7. ২চা চামচসর্ষের তেল
  8. প্রয়োজন মতসাদা তেল ভাজার মতো
  9. ১/২চা চামচনুন
  10. ১চা চামচচিনি
  11. ১/৪চা চামচজিরে গুঁড়ো
  12. ১/৪চা চামচধনে গুঁড়ো
  13. ১/৪চা চামচহলুদ গুঁড়ো
  14. ১/৪চা চামচলঙ্কা গুঁড়ো
  15. ১/৪চা চামচগরম মশলা
  16. ১/২ চা চামচগোটা জিরে ফোড়নের জন্য

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে ময়দাটা সাদা তেল ময়ান দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে ৩০মিনিট চাপা দিয়ে রাখতে হবে। কড়াই তে তেল দিয়ে তাতে আলু ও ফুলকপি দিয়ে ভাজতে হবে।অল্প ভাজা হলে এতে ট্যমেটো ও ক্যাপ্সিকাম দিতে হবে।এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে নেড়ে নুন দিতে হবে।তারপর অল্প জল দিয়ে চাপা দিতে হবে।এতে এরপর গরম মশলা ও চিনি দিয়ে নেড়ে বন্ধ করে দিতে হবে।

  2. 2

    ময়দা থেকে লেচি কেটে তার বেলে নিতে হবে।এটা অর্ধেক কেটে তাতে পুর দিয়ে মুখ গুলো তিনকোনা আকৃতিতে জুড়ে দিতে হবে

  3. 3

    কড়াইতে তেল গরম হলে সিঙ্গারা ছেড়ে দিতে হবে। সোনালী রঙের হয়ে এলে তুলে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Dey
Kamala Dey @cook_26781201

মন্তব্যগুলি

Similar Recipes