এগরোল (Egg roll recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#GA4
#Week21
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি 'রোল' বেছে নিয়েছি। আমি বানিয়েছি সবার খুব প্রিয় স্ট্রিট ফুড এগরোল।

এগরোল (Egg roll recipe in Bengali)

#GA4
#Week21
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি 'রোল' বেছে নিয়েছি। আমি বানিয়েছি সবার খুব প্রিয় স্ট্রিট ফুড এগরোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 2 কাপময়দা
  2. 4 টেডিম
  3. 1 টাশসা
  4. 1 টাগাজর
  5. 1 টাপেঁয়াজ
  6. 2 টোকাঁচালঙ্কা
  7. স্বাদ মত নুন
  8. প্রয়োজন মতো টমেটো সস্
  9. পরিমাণ মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    ময়দার সাথে নুন মিশিয়ে নিয়ে পরিমাণ মত সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। শসা, গাজর, টমেটো ও কাঁচালঙ্কা কুচি করে কেটে রাখতে হবে। একটা বাটিতে টমেটো সস্ রেডি করে রাখতে হবে।

  2. 2

    10 মিনিট পর ময়দার ডো টা আরও একবার মেখে নিয়ে সমান 4 টে লেচি করে, লেচি গুলো একটু মোটা মোটা করে রুটির মতো বেলে নিতে হবে।

  3. 3

    এখন তাওয়া গরম করে তাতে একটা রুটি দিয়ে দুপিঠ অল্প করে সেঁকে নিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে সব গুলো পরোটা ভেজে রাখতে হবে।

  4. 4

    এখন একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে ফেটিয়ে তাওয়াএ দিয়ে ছড়িয়ে তার উপরে একটা পরোটা রেখে উল্টে পাল্টে ভালো করে দুপিঠ ভেজে তুলে নিতে হবে। এইভাবে সব গুলো ডিম দিয়ে পরোটা গুলো ভেজে রাখতে হবে।

  5. 5

    এখন ভেজে রাখা প্রতিটা পরোটার মধ্যে শসা কুচি, গাজর কুচি, কাঁচালঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ও সস্ দিয়ে সাজিয়ে রোল করে সাদা কাগজে মুড়ে নিতে হবে।

  6. 6

    ঘরে তৈরি ছোট-বড়ো সবার খুব প্রিয় স্ট্রিট ফুড এগরোল। যা সুস্বাদু ও স্বাস্থ্যকর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes