লাউ চিংড়ি (Lau Chingri Recipe in Bengali)

Tripti Sarkar
Tripti Sarkar @cook_25824532

লাউ চিংড়ি (Lau Chingri Recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ ফালি লাউ
  2. ১ ছোটো সাইজের আলু
  3. ১০০ গ্রাম চিংড়ি
  4. স্বাদ অনুসারেলবণ
  5. ১ টেবিল চামচ তেল
  6. ১ টুকরো আদা
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১ টি তেজপাতা
  10. ১/৪ চা চামচ গোটা জিরে
  11. ১ টি শুঁকনো লঙ্কা
  12. ২ টি কাঁচা লঙ্কা
  13. ১/৩ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. ১/২ চা চামচ চিনি (ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে লাউ ধুয়ে সরু করে কুচিয়ে নিতে হবে এবং চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর চিংড়ি মাছে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষন রেখে দিতে হবে। প্যানে সামান্য তেল দিয়ে গরম হলে মাছ গুলো হাল্কা করে ভেজে নিতে হবে। এরপর মাছ গুলো তুলে নিয়ে একই পাত্রে বাকি তেল দিয়ে জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে হাল্কা ভেজে আদ বাটা ও জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে লাউ টা দিয়ে দিতে হবে। সেই সাথে লবণ ও হলুদ টা দিয়ে ঢাকনা বন্ধ করে কম আঁচে রান্না হতে দিতে হবে।

  3. 3

    এই রান্নায় জলের প্রয়োজন হয়না, লাউ থেকে যথেষ্ঠ জল গলে। যখন লাউ ও আলু সিদ্ধ হয়ে যাবে সেই সময় চিংড়ি মাছ গুলো দিয়ে চিনি ও গরম মশলা দিয়ে এক দুই মিনিট নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tripti Sarkar
Tripti Sarkar @cook_25824532

Top Search in

মন্তব্যগুলি (2)

Similar Recipes