টমেটো রুই(Tomato rui recipe in Bengali)

Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে।
Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে। @cook_sampa1974

#ফেব্রুয়ারি২
রুই মাছের পেটি দিয়ে আমি এই টমেটো রুই বানিয়েছি

টমেটো রুই(Tomato rui recipe in Bengali)

#ফেব্রুয়ারি২
রুই মাছের পেটি দিয়ে আমি এই টমেটো রুই বানিয়েছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 জন
  1. 4 টেরুই মাছের পেটি
  2. 2টো মাঝারিটমেটো
  3. 1 টা মাঝারি আকারেরপেঁয়াজ
  4. 1 চা চামচআদা রসুন বাটা
  5. স্বাদ মতনুন স্বাদমত
  6. 1 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1/2 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  8. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  9. 2 টেবিল চামচ ধনেপাতা কুচি
  10. 2 টোকাঁচালঙ্কা
  11. 4 টেবিল চামচসর্ষের তেল
  12. 1/2 চা চামচচিনি
  13. 1/2 চা চামচকালোজিরে

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছ ভালোকরে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হাল্কা ভেজে নিতে হবে

  2. 2

    এবার টমেটো আর পেঁয়াজ বেটে নিতে হবে

  3. 3

    এবার যে কড়ায় মাছ ভাজা হয়েছে ওতে বাকি তেল টা দিয়ে গরম হলে ওতে কালোজিরে আর কাঁচালঙ্কা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ, টমেটোর পেস্ট দিয়ে ভালোকরে কষাতে হবে

  4. 4

    পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে ওতে আদা রসুন বাটা দিয়ে ভালোকরে কষিয়ে ওতে হলুদ, জিরেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষাতে হবে

  5. 5

    এবার ওতে নুন দিয়ে গরম জল দিয়ে ফুটে উঠলে ভাজা মাছ দিতে হবে

  6. 6

    ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষন রান্না করে গ্রেভি ঘন হয়ে আসলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে

  7. 7

    এবার গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today

Similar Recipes