চেট্টিনাড মিক্সড ভেজ কারি (Chettinad Mixed Veg Curry recipe in Bengali)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India

#GA4
#Week23
#Chettinad
তামিল নাড়ু রাজ্যের অন্তর্ভুক্ত চেট্টিনাড় একবিশেষ স্থান অর্জন করেছে তাবড় বিশ্বে।এই অঞ্চলের রান্নার বৈশিষ্ট্য হলো ঝাল,তেল ও লালরং। গরম মশলায় এরা অবশ্যই ব্যবহার করে চক্রফুল বা স্টারআনিস। তাই ওই রাজ্যের রন্ধন বৈশিষ্ট্য এবার আমার রান্নাঘর থেকে।

চেট্টিনাড মিক্সড ভেজ কারি (Chettinad Mixed Veg Curry recipe in Bengali)

#GA4
#Week23
#Chettinad
তামিল নাড়ু রাজ্যের অন্তর্ভুক্ত চেট্টিনাড় একবিশেষ স্থান অর্জন করেছে তাবড় বিশ্বে।এই অঞ্চলের রান্নার বৈশিষ্ট্য হলো ঝাল,তেল ও লালরং। গরম মশলায় এরা অবশ্যই ব্যবহার করে চক্রফুল বা স্টারআনিস। তাই ওই রাজ্যের রন্ধন বৈশিষ্ট্য এবার আমার রান্নাঘর থেকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 1 টামাঝারি গাজোর
  2. 1 কাপকুচানো বিন্স
  3. 1 কাপকুচানো লাল ও হলুদ ক্যাপ্সিকাম
  4. 1 কাপকড়াইশুঁটি
  5. 1 টামাঝারি আলু
  6. 2-3 টেকাঁচালঙ্কা
  7. 2 টোবড় মাপের টম্যাটো
  8. 1 টাছোট পেঁয়াজ কুচানো
  9. 2 টো (1 ইঞ্চি)আদা
  10. 7-8 টারসুন কুচানো
  11. 1 চা চামচছোলার ডাল
  12. 1/2 চা চামচজিরে
  13. 1/2 চা চামচধনে
  14. 1/4 চা চামচমেথি
  15. 1/2 চা চামচমৌরি
  16. 2 টোশুকনো লঙ্কা
  17. 4-5 টালবঙ্গ
  18. 4 টেছোট এলাচ
  19. 1 ইঞ্চিদারচিনি
  20. 10-12 টাগোটা গোলমরিচ
  21. 2 টোতেজপাতা
  22. 1/2 চা চামচতেঁতুলের কাথ
  23. 1 টাচক্রফুল বা স্টার এনিস
  24. 4টেবিল চামচ নারকোল কোরা
  25. 2টেবিল চামচ নারকোলের দুধ
  26. 1/2 চা চামচকালো সরষে
  27. 10-12 টাকারি পাতা
  28. 1/4 চা চামচহিং
  29. স্বাদমতোনুন আর চিনি
  30. প্রয়োজন মতোরাঁধবার জন্য সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    সমস্ত উপকরণ একসাথে জোগাড় করে নিতে হবে।গরম মশলা, ছোলার ডাল, ধনে,গোলমরিচ,মৌরি, চক্রফুল ও মেথি একটা প্যানে শুকনো খোলায় হালকা নেড়ে নিতে হবে।

  2. 2

    এবার এই শুকনো মশলার সাথে নেড়ে নিতে হবে নারকোল কোরা,তেঁতুলের কাথ, লাল লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি। অল্প জল দিতে হবে নাহলে মশলা পুড়ে যেতে পারে।এরপর ঠান্ডা করে নিয়ে এই মশলাটা আরেকবার সামান্য জল দিয়ে মিহি বেঁটে করে নিতে হবে।

  3. 3

    এবার আঁচে কড়া বসিয়ে তেল গরম হলে দিতে হবে কালো সরষে,শুকনো লঙ্কা,হিং ও কারি পাতা।

  4. 4

    একই কড়ায় এবার ভেজে নিতে হবে একে একে কুচিয়ে রাখা পেঁয়াজ,রসুন ও আদা।লাল ভাজা হলে দিতে হবে কুচানো টম্যাটো এবং নুন ও চিনি দিয়ে ঢেকে কষাতে হবে।

  5. 5

    একই কড়ায় এবার দিয়ে দিতে হবে কেটে রাখা সবজি গুলো মশলা দিয়ে ভালো করে ওলট পালট করে জল দিয়ে ঢেকে রান্না করতে হবে সবজি নরম হওয়া অবধি।

  6. 6

    জল টেনে গেলে এবার বেঁটে রাখা চেট্টিনাড় মশলাটা দিয়ে নাড়াচাড়া করে রান্না করতে হবে।দরকারে সামান্য জল ব্যবহার করা যেতে পারে।

  7. 7

    এবার নারকোলের দুধটা ওপর থেকে ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।রেডি আমাদের চেট্টিনাড় মিক্সড ভেজ কারী।ভাত বা রুটি দিয়ে গরম উপভোগ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Delhi, India
Happy Homemaker with Homegrown Interests. Addicted to cooking, photography and travelling. Cooking is an art and I am an Artist🤘
আরও পড়ুন

Similar Recipes