ফ্রাইড রাইস (fried rice recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

Valentine's day special

ফ্রাইড রাইস (fried rice recipe in Bengali)

Valentine's day special

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4জন
  1. 300 গ্রামবাসমতী চাল
  2. 1/2 কাপগাজর কুচি
  3. 1/2 কাপক্যাপ্সিকাম কুচি
  4. 1/2 কাপকড়াইশুঁটি
  5. 50 গ্রামকাজুবাদাম
  6. 50 গ্রামকিশমিশ
  7. স্বাদমতোনুন
  8. স্বাদমতোচিনি
  9. 1/2 চা চামচগোটা গরম মসলা
  10. পরিমাণ মতোসাদা তেল
  11. 1/2 চা চামচঘি
  12. 1/2 কাপবিনস্ কুচি
  13. স্বাদ মতোগোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে সব সবজি কেটে নিন ও ধুয়ে ফেলুন। তারপর কড়াইয়ে তেল গরম করে সবজি ও কাজুবাদাম, কিশমিশ ভেজে তুলুন।

  2. 2

    তারপর বাসমতী চাল একটি হাঁড়িতে দিয়ে জল গরম মশলা দিয়ে সামান্য সাদা তেল দিয়ে ভাত হতে দিন।

  3. 3

    80% সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন। ভাতের ফ্যান না ঝরিয়ে পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভাত গুলো একটি ধুয়ে রাখা শাড়ি কিংবা পেপার এর মধ্যে বিছিয়ে দিন। যাতে ঝড় ঝড়ে হয়ে যায়।

  4. 4

    তারপর নুন ও চিনি দিয়ে দিন ভাত গুলোর উপর। এবার কড়াইয়ে ঘি গরম করে ভেজে রাখা সবজি ও ভাত টা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। তারপর কাজুবাদাম ও কিশমিশ দিয়ে দিন।

  5. 5

    উপর থেকে গোল মরিচ গুড়ো দিয়ে নামিয়ে নিন। উপর থেকে সামান্য ঘি দিয়ে দিন। ইচ্ছে মতো। নাও দিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

Similar Recipes