মুড়ি ঘন্ট (Muri ghonto recipe in Bengali)

Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

#ফেব্রুয়ারি২
#মুড়ি ঘন্ট
কাতলা মাছের মুড়ো ও গোবিন্দ ভোগ চাল দিয়ে বানানো আমার খুব প্রিয় একটি সাবেকি বাঙালি রান্না।

মুড়ি ঘন্ট (Muri ghonto recipe in Bengali)

#ফেব্রুয়ারি২
#মুড়ি ঘন্ট
কাতলা মাছের মুড়ো ও গোবিন্দ ভোগ চাল দিয়ে বানানো আমার খুব প্রিয় একটি সাবেকি বাঙালি রান্না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৩ জন
  1. ১ টি মাঝারি সাইজের কাতলা মাছের মুড়ো
  2. ১/২ কাপ গোবিন্দ ভোগ চাল
  3. ৩ টি মাঝারি সাইজের আলু
  4. ২ টি মাঝারি সাইজের পেঁয়াজ
  5. ২০ কোয়া রসুন
  6. ১ টি সাইজের আদা
  7. ১ টি মাঝারি সাইজের টমেটো
  8. ১ চা চামচ গোটা সাদা জিরে
  9. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচ সাদা জিরে গুঁড়ো
  12. ১ চা চামচ ধনে গুঁড়ো
  13. ৪ টি তেজপাতা
  14. ৫ টি গোটা কাঁচা লঙ্কা
  15. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  16. ১ টেবিল চামচ ঘি
  17. প্রয়োজন মত সর্ষের তেল
  18. ১ চা চামচ চিনি
  19. স্বাদমত নুন

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    কাতলা মাছের মুড়ো ভালো করে ধুয়ে নুন ও ১ চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন। গোবিন্দ ভোগ চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখুন।

  2. 2

    আলু খুব ছোট টুকরো করে কেটে নিন। ১ টি পেঁয়াজ ও টমেটো কুচিয়ে নিন, আরেকটি পেঁয়াজ, রসুন, আদা ও একটি কাঁচা লঙ্কা এক সাথে বেটে নিন।

  3. 3

    সর্ষের তেল গরম করে প্রথমে মাছের মুড়ো ভেজে তুলে নিন।

  4. 4

    ওই তেলেই আলুর টুকরো নুন ও অল্প হলুদ মাখিয়ে খুব হালকা ভেজে তুলে নিয়ে তারপর তেজপাতা ও গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ ও টমেটো দিয়ে একটু ভেজে নিন।

  5. 5

    তারপর পেঁয়াজ-রসুন-আদা-কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাদা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা, চিনি ও নুন দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঝরানো গোবিন্দ ভোগ চাল দিয়ে ভাজুন কিছুক্ষন।

  6. 6

    প্রয়োজন মত জল দিয়ে ঢাকা দিয়ে চাল সেদ্ধ হতে দিন।

  7. 7

    চাল অর্ধেক সেদ্ধ হলে ভেজে রাখা মাছের মুড়ো একটু ভেঙে ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভেজে রাখা আলুর টুকরো গুলিও দিন।

  8. 8

    এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষন রাখুন, চাল পুরো সেদ্ধ হয়ে গেলে জল শুকিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে হালকা করে মিশিয়ে নামিয়ে নিন।

  9. 9

    গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মুড়ি ঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

Similar Recipes