ছোলার ডালের ধোঁকার ডালনা (Chholar daler dhhokar dalna recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#ফেব্রুয়ারী৩
#ধোঁকারডালনা

আমি আজকে বানিয়েছি ছোলার ডালের ধোঁকার ডালনা।

ছোলার ডালের ধোঁকার ডালনা (Chholar daler dhhokar dalna recipe in Bengali)

#ফেব্রুয়ারী৩
#ধোঁকারডালনা

আমি আজকে বানিয়েছি ছোলার ডালের ধোঁকার ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘণ্টা 15মিনিট
4 জন
  1. ধোঁকার জন্য
  2. 2 কাপছোলার ডাল
  3. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  4. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  5. 1/2 চা চামচধনে গুঁড়ো
  6. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  7. 1/2 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  8. 3 টেকাঁচা লঙ্কা
  9. 1/2 ইঞ্চিআদা
  10. স্বাদ মতনুন ও চিনি
  11. 2টেবিল চামচ সর্ষের তেল
  12. গ্রেভির জন্য-
  13. 2 টোআলু
  14. 1 টাতেজপাতা
  15. 1/2 চা চামচগোটা জিরে
  16. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  17. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  18. 1 চা চামচজিরে গুঁড়ো
  19. 1 চা চামচধনে গুঁড়ো
  20. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  21. 2 টোটমেটো
  22. 2 টোকাঁচালঙ্কা
  23. 1/2 ইঞ্চিআদা
  24. 1 চা চামচঘি
  25. স্বাদ মতনুন ও চিনি
  26. পরিমাণ অনুযায়ী সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘণ্টা 15মিনিট
  1. 1

    ছোলার ডাল ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 2-3 ঘন্টা। আলু ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে রাখতে হবে।

  2. 2

    2-3 ঘন্টা ভেজার পর ডাল জল ঝরিয়ে নিয়ে আদা, কাঁচালঙ্কা দিয়ে পেস্ট করে রাখতে হবে। এখন এই ডালের পেস্টের সাথে নুন, চিনি ও বাকি গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটো, আদা ও কাঁচালঙ্কা একসাথে পেস্ট করে রাখতে হবে। একটা বাটিতে গরম মশলা বাদে গ্রেভির জন্য রাখা বাকি সব গুঁড়ো মশলা অল্প জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে ডালের মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে পুরো জলীয় ভাবটা শুকিয়ে গেলে নামিয়ে একটা থালায় ঘি মাখিয়ে তার মধ্যে চেপে চেপে সমান করে ছড়িয়ে দিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে পছন্দ মতো টুকরো করে কেটে নিতে হবে।

  4. 4

    পরিস্কার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে ধোকার টুকরো গুলো ডোবা তেলে মিডিয়াম আঁচে সোনালি করে ভেজে নিতে হবে।

  5. 5

    সব গুলো ধোকার টুকরো ভাজা হয়ে গেলে আলুর টুকরো গুলোও নুন দিয়ে ভেজে তুলে নিতে হবে। ঐ তেলেই তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে মশলার পেস্ট টা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার টমেটো পেস্ট, নুন ও চিনি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে।

  6. 6

    টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে ভাজা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 কাপ গরম জল দিয়ে ফুটতে দিতে হবে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। আলু সেদ্ধ হয়ে গেলে ঘি ও গরম মশলা ছড়িয়ে আলু ও ঝোল ভেজে রাখা ধোকার টুকরো গুলোর ওপরে ঢেলে ঢাকা দিয়ে রাখতে হবে।

  7. 7

    এই সুস্বাদু ছোলার ডালের ধোকার ডালনা গরম ভাত অথবা লুচির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes