ফুলকপির রোস্ট (Fulkopir roast recipe in Bengali)

Srabani Roy
Srabani Roy @srabani1829
Kolkata

#GA4
#week24

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি ফুলকপি শব্দ টি বেঁচে নিয়েছি।ফুলকপির রোস্ট আমার একটি প্রিয় রেসিপি অনুষ্ঠান বাড়িতে পোলাও র সাথে এটা দারুন লাগে।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জন
  1. 1 টামাঝারী ফুলকপি
  2. 2টেবিল চামচ টকদই
  3. 6 টাকাজুবাদাম
  4. 2টেবিল চামচ ঘি
  5. 4টেবিল চামচ সাদা তেল
  6. 2 টিতেজপাতা
  7. 2 টিগোটা শুকনো লঙ্কা
  8. 2 টিএলাচ
  9. 3 টেলবঙ্গ
  10. 1/2 ইঞ্চিদারুচিনি
  11. 3 টেমাঝারী পেঁয়াজ
  12. 6 টাকাঁচা লঙ্কা
  13. 3টেবিল চামচ আদা রসুন বাটা
  14. 1টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  15. 1 চা চামচচিনি
  16. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  17. স্বাদ অনুযায়ী নুন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে তেল ও ঘি গরম করে ফুলকপি গুলো গোল্ডেন করে ভেজে নিতে হবে

  2. 2

    এরপর ওই তেলে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়ে তুলে সেই তেল এ আরো একটু ঘি দিয়ে ওতে তেজপাতা,গোটা শুকনো লংকা, গোটা গরম মশলা গুলো ফোড়ন দিতে হবে

  3. 3

    এরপর ওতে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে ওতে আদা রসুন বাটা দিয়ে কষতে হবে

  4. 4

    আঁচ কমিয়ে টকদই ও কাজুবাদাম একসাথে পেস্ট করে দিয়ে ওতে নুন,চিনি অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে

  5. 5

    এরপর ওতে ভাজা ফুলকপি গুলো দিয়ে কষিয়ে পরিমান মতো জল দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ তারপর বেরেস্তা,ঘি,গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে গরম গরম পোলাও র সাথে পরিবেশন করতে হবে

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Srabani Roy
Srabani Roy @srabani1829
Kolkata
I am a part time home chef. I thought for cooking the secret ingredients is always Love
আরও পড়ুন

Similar Recipes