ফুলকপির রেজালা (Fulkopir Rezala recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম

#GA4
#week10
এই সপ্তাহের ধাঁধার মধ্যে থেকে আমি বেছে নিয়েছি কলিফ্লাওয়ার বা ফুলকপি। অত্যন্ত সুস্বাদু একটি নিরামিষ পদ। পোলাও বা পরোটার সাথে দারুণ লাগে।

ফুলকপির রেজালা (Fulkopir Rezala recipe in Bengali)

#GA4
#week10
এই সপ্তাহের ধাঁধার মধ্যে থেকে আমি বেছে নিয়েছি কলিফ্লাওয়ার বা ফুলকপি। অত্যন্ত সুস্বাদু একটি নিরামিষ পদ। পোলাও বা পরোটার সাথে দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 1 টাফুলকপি মাঝারি আকারে কাটা
  2. 2 টোতেজপাতা
  3. 2 টোশুকনো লঙ্কা
  4. পরিমান মতোগোটা গরম মশলা (2 টো করে এলাচ,লবঙ্গ,দারুচিনি)
  5. 1 টা মাঝারি আকারের টমেটো
  6. 1টেবিল চামচ কাজুবাদাম বাটা
  7. 1টেবিল চামচ চীনাবাদাম বাটা
  8. 1টেবিল চামচ চারমগজ বাটা
  9. 1টেবিল চামচ পোস্ত বাটা
  10. 1/2 কাপদই
  11. 10-12 টাকিশমিশ
  12. 3-4 টেকাঁচা লঙ্কা চেরা
  13. স্বাদ মতো লবণ ও চিনি
  14. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  15. 1/4 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  16. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  17. 2টেবিল চামচ ঘি
  18. প্রয়োজন মতো তেল
  19. প্রয়োজন মতো জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ফুলকপি গুলো অল্প লবণ দিয়ে 4 মিনিট ভাপিয়ে তুলে নিতে হবে।

  2. 2

    টমেটো বেটে রাখতে হবে। একটা পাত্রে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি অল্প দিয়ে গুলে রাখতে হবে। আর একটি পাত্রে কাজু, চীনাবাদাম, পোস্ত, চালমগজ একসঙ্গে বেটে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে তেল আর 1 টেবিল চামচ ঘি গরম করে তাতে ফুলকপি গুলো হালকা ভেজে তুলে নিতে হবে।কিসমিস গুলো ও ভেজে তুলে নিতে হবে । ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোরন দিতে হবে।

  4. 4

    এবার একে একে সমস্ত মশলার মিশ্রন গুলো দিতে হবে। টমেটো বাটা আর জলে গুলে রাখা লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো,চিনি দিয়ে বানানো মশলার মিশ্রন টা দিয়ে 2 মিনিট নাড়তে হবে।

  5. 5

    এবার চীনাবাদাম,কাজুবাদাম, পোস্ত, চালমগজ বাটার মিশ্রন টা দিয়ে মিশিয়ে নিতে হবে। টক দই টা ফেটিয়ে দিয়ে দিতে হবে।

  6. 6

    খুব ভালো করে কষাতে হবে। তেল ছাড়া ছাড়া হয়ে এলে ফুলকপি গুলো দিতে হবে।

  7. 7

    কাঁচা লঙ্কা টাও দিয়ে মশলার সাথে ফুলকপি টাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট কষাতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিতে হবে 5 মিনিট ।

  8. 8

    5 মিনিট পরে ঢাকনা খুলে ঘি,গরম মশলা গুঁড়ো আর কিসমিস দিয়ে মিশিয়ে 2-3 মিনিট ঢেকে রেখে তারপর নামিয়ে পরিবেশন করতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম
রান্না আমার শখ 😍❤
আরও পড়ুন

Similar Recipes