রাভা ব্রেড টোস্ট (Rava bread toast recipe in bengali)

Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570

#GA4
#Week26
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি ব্রেড বেছে নিয়েছি।

রাভা ব্রেড টোস্ট (Rava bread toast recipe in bengali)

#GA4
#Week26
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি ব্রেড বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
2 জন
  1. 1 টাছোট পেঁয়াজ
  2. 1 টাছোট টমেটো
  3. 1/4 টুকরোক্যাপ্সিকাম
  4. 2 টোকাঁচা লঙ্কা
  5. স্বাদমতোনুন
  6. 1/2 চা চামচচিনি
  7. 1/2 কাপটকদই
  8. 1/2 কাপসুজি
  9. 8 স্লাইসপাঁউরুটি বা ব্রেড
  10. 4 চা চামচমাখন
  11. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    পেঁয়াজ, টমেটো, ক্যাপ্সিকাম ও কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিতে হবে।

  2. 2

    একটি বাটিতে সুজি ও টকদই নিতে হবে।

  3. 3

    এবার ওতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি ও ক্যাপ্সিকাম কুচি, নুন, চিনি ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    একটি করে ব্রেড স্লাইস নিয়ে তাতে চামচ করে কিছুটা সুজির মিশ্রণ দিয়ে একপিঠে চারপাশে ছড়িয়ে মাখিয়ে নিতে হবে।

  5. 5

    তাওয়াতে এক চামচ করে মাখন গরম করে গলিয়ে তাতে দুটি করে সুজি মাখানো ব্রেড পাশাপাশি রেখে টোস্ট করতে হবে। প্রথমে সুজি মাখানো দিকগুলো টোস্ট করে তারপর উল্টে দিয়ে অন্য পিঠও টোস্ট করে নিতে হবে। এইভাবে সবকটি ব্রেড টোস্ট করে নিতে হবে।

  6. 6

    টমেটো কেচাপ দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570

Similar Recipes