শাহী এগ কোর্মা (Sahi egg korma recipe in Bengali)

sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

#GA4
#week26
গোল্ডেন অ্যাপ্রনের ২৬নং সপ্তাহ থেকে আমি কোর্মা বেছে নিয়েছি। এটি খেতেও যেমন সুস্বাদু তেমনি অত্যন্ত লোভনীয়।

শাহী এগ কোর্মা (Sahi egg korma recipe in Bengali)

#GA4
#week26
গোল্ডেন অ্যাপ্রনের ২৬নং সপ্তাহ থেকে আমি কোর্মা বেছে নিয়েছি। এটি খেতেও যেমন সুস্বাদু তেমনি অত্যন্ত লোভনীয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০-১৫ মিনিট
৩ জন
  1. ৩টে ডিম
  2. ১ টা বড়ো পেঁয়াজ
  3. ১ টেবিল চামচ কাজু বাদাম বাটা
  4. ১/২ টেবিল চামচ কিশমিশ বাটা
  5. ১ টেবিল চামচ মগজ বাটা
  6. ১ টেবিল চামচ টক দই
  7. ১/২ চা চামচ আদা বাটা
  8. ১/২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  9. ১/২ চা চামচ শাহী গরম মশলা
  10. ১টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  11. ১/২ চা চামচ গোলাপ জল
  12. ১ টেবিল চামচ টমেটো পিউরি
  13. ১/২ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  14. স্বাদমতোনুন
  15. ২ টেবিল চামচ ঘি
  16. ১ টেবিল চামচ রিফাইন্ড অয়েল
  17. ১/২ চা চামচ চিনি
  18. ফোঁড়নের জন্য
  19. ১/২ চা চামচ সা জিরে
  20. ১ টা শুকনো লঙ্কা
  21. ১ টা তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

১০-১৫ মিনিট
  1. 1

    প্রথমে তিন টে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিমের গায়ে চিরে চিরে দিতে হবে যাতে ডিমের ভিতরে মশলা ঢোকে।

  2. 2

    পিঁয়াজ কুঁচি করে কেটে নিতে হবে।এবার কড়াইতে তেল গরম করে তাতে কিছু টা পিঁয়াজ বেরেস্তা করে নিতে হবে ।ওই তেলে কিছুটা ঘি দিয়ে তাতে শা জিরে, তেজপাতা,শুকনো লঙ্কা ফোরন দিয়ে বাকি পিঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার মিক্সিতে কাজু,মগজ,কিশমিশ,অাদা,কাঁচালঙ্কা, টমেটো এক সাথে বেটে নিতে হবে।

  4. 4

    এবার ওই সমস্ত মশলা এক সাথে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তার মধ্যে প্রয়োজন অনুসারে নুন,চিনি,ফেটানো টক দই,কিছুটা বেরেস্তা দিয়ে ভালো করে কষিয়ে প্রয়োজনে সামান্য জল যোগ করতে হবে ঢাকা দিতে হবে।

  5. 5

    এবার মশলা কষানো হলে তাতে সিদ্ধ করা ডিম দিয়ে কিছুক্ষণ ঢাকা দিতে হবে।নামানোর অাগে অারো কিছুটা ঘি,শাহি গরম মশলা,ও ফ্রেস ক্রিম,গোলাপ জল দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শাহি এগ কোর্মা।

  6. 6

    গরমভাত,পরোটা,লুচি,পোলাও সাথে পরিবেশন করুন শাহি এগ কোর্মা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sandhya Dutta
sandhya Dutta @cook_25627751
Barrackpore

মন্তব্যগুলি (12)

Similar Recipes