তেঁতুলের টক মিষ্টি আচার (tentuler tok mishti achar recipe in Bengali)

Anjana Mondal
Anjana Mondal @cook_25804448

#GA4 #week1
এই ধাঁধা থেকে আমি তেঁতুল শব্দটি বেছে নিয়েছি আর বানিয়েছি তেঁতুলের টক মিষ্টি আচার।

তেঁতুলের টক মিষ্টি আচার (tentuler tok mishti achar recipe in Bengali)

#GA4 #week1
এই ধাঁধা থেকে আমি তেঁতুল শব্দটি বেছে নিয়েছি আর বানিয়েছি তেঁতুলের টক মিষ্টি আচার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রামপাকা তেঁতুল
  2. 2টেবিল চামচ সরষের তেল
  3. 250 গ্রামখেজুরের গুড়।
  4. 200 গ্রামচিনি
  5. 200 গ্রামবাতাসা
  6. 2টেবিল চামচ নুন
  7. 1টি তেজপাতা
  8. প্রয়োজন মতশুকনো লঙ্কা
  9. 1 চা চামচপাঁচফোড়ন
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    তেঁতুল থেকে দানা বের করে নিয়েছি।

  2. 2

    উনানে কড়াই বসিয়ে সরষের তেল গরম করে নিয়েছি।

  3. 3

    ঐ তেল এ তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে নাড়াচাড়া করেছি।

  4. 4

    তারপর গুড় দিয়ে নাড়াচাড়া করেছি। কিছুক্ষণ পর ওতে বাতাসা, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। সবকিছু 15 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি।

  5. 5

    এরপর ওতে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আর ও 5 মিনিট ফুটিয়ে তেঁতুল দিয়ে ছি।

  6. 6

    ঐ মিশ্রণ এ তেঁতুল ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না বেশ শুকনো হয়ে যায়।

  7. 7

    মিশ্রণ টি শুকনো হলে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে বোয়ামে ভরে নিলে ই টকমিষ্টি তেঁতুলের আচার তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anjana Mondal
Anjana Mondal @cook_25804448

Similar Recipes