কাঁচাকলার কোপ্তাকারি (kancha kolar kopta curry recipe in Bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

কাঁচাকলার কোপ্তাকারি (kancha kolar kopta curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3 জনের
  1. 2 টোকাঁচাকলা
  2. 3 টেরাঙা আলু
  3. 4 টেজতিআলু
  4. 1/2 লিটারদুধের ছানা
  5. কোপ্তার জন‍্য মশলা 👇
  6. 1 চা চামচ জিরে ভাজা গুঁড়ো
  7. 1/2 চা চামচলঙ্কা ভাজার গুঁড়ো
  8. সামান্যহলুদ
  9. 1 চা চামচআদা গুরো (ঘড়ে তৈরিকরা)
  10. 2 চা চামচকর্নফ্লাওয়ার
  11. গ্রেভির জন‍্য 👇
  12. 1টিটমেটো
  13. 1 চা চামচজিরে গুড়ো
  14. 1 চা চামচধনেগুড়ো
  15. 1 চা চামচহলুদ গুরো
  16. 1 চা চামচলাল লঙ্কা গুরো
  17. 1 চা চামচকাশ্মীরি লাল লঙ্কা গুরো
  18. 8,10 টাআমন্ড
  19. পরিমাণ মতোবেশ কিছুটা কিশমিশ
  20. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  21. ফোরণের জন‍্য গোটা জিরে
  22. 2 টোতেজপাতা
  23. 1 চা চামচঘি
  24. প্রয়োজন মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    পেশারে সেদ্ধর জন‍্য সবজি কেটে নেওয়া হলো।

  2. 2

    সেদ্ধ করা সব সবজি গ্রেট করে নেওয়া হলো।

  3. 3

    বিট সেদ্ধ না করে,গ্রেট করে নেওয়া হলো।

  4. 4

    এবার কড়াইয়ে 2 চামচ তেল গরম করে গ্রেট করা বিট দিয়ে ঢাকা চাপাদিতে হবে।5,7 মিনিট পর ঢাকা খুলে ছানা,জোতি আলু সেদ্ধ, ও উপকরণের কোপ্তার 1/2 মশলা নুন দিয়ে বেশকিঝু সময় নেরে গ‍্যাস বন্ধ করে দিতে হবে।

  5. 5

    দ্বিতীয় বোলে কাঁচাকলা সেদ্ধ,রাঙা আলু সেদ্ধ আর 1/2 কোপ্তার মশলা,1/2 কর্নফ্লাওয়ার ও নুন দিয়ে ম‍্যাস করে নিতে হবে।

  6. 6

    তৈরি হলো দুই রকম পুর

  7. 7

    এবার কাচাকলার পুর দিয়ে টিক্কি গড়ে বিটের পুর ভরে দিতে হবে।

  8. 8

    এবার কড়াইয়ে বেশি করে তেল গরম করে কোপ্তা গুলো লাল করে ভেজে নিতে হবে।

  9. 9

    ঐ তেলে টমেটো,গ্রেভির মশলা দিয়ে (গরম মশলা বাদে)ভালো করে মশলা কষে নিতে হবে।

  10. 10

    মশলা কষা হলে,পরিমান মতো জল দিয়ে, নুন,মিষ্টি দিয়ে 6,7 মিনিট হওয়ার পর,কাছু,কিশমিস বেটে দিতে হবে।

  11. 11

    এবার কোপ্তা গুলো দিয়ে ঘি,গরম মশলা দিয়ে নেরে আঁচ বন্ধ করে দিয়ে,ক্রিম ছরিয়ে দিতে হবে। আমি এখানে দুধের সর মিক্সিতে ঘুরিয়ে,গ্রেভির উপর ছরিয়ে দিয়েছি।

  12. 12
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

মন্তব্যগুলি (2)

Similar Recipes