চিচিঙ্গার কোপ্তাকারি (Chichingar kopta Curry Recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#c1
#Week1
সাধারণত কোপ্তাকারি ঝাল ঝাল নাহলে ভালো লাগে না, চিচিঙ্গা এমনই একসবজি যেটা তরিবৎ করে না রাধলে স্বাদ পাওয়া যায় না, এই ভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে।

চিচিঙ্গার কোপ্তাকারি (Chichingar kopta Curry Recipe in Bengali)

#c1
#Week1
সাধারণত কোপ্তাকারি ঝাল ঝাল নাহলে ভালো লাগে না, চিচিঙ্গা এমনই একসবজি যেটা তরিবৎ করে না রাধলে স্বাদ পাওয়া যায় না, এই ভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩জন
  1. ১টি চিচিঙ্গা
  2. ১কাপ ছোলার ডাল
  3. ২টেবল চামচ সবুজ মুগ (অপশনাল)
  4. ১টি টমেটো
  5. ১টি বড় পেঁয়াজ
  6. ১ চা চামচ রসুন বাটা
  7. ১ চা চামচ আদা বাটা
  8. ১ চা চামচ লঙ্কা বাটা
  9. ৪টে লঙ্কা কুচি
  10. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ২ চা চামচ জিরে ও ধনে গুঁড়ো
  12. ১ টেবিল চামচ দই
  13. ৪টেবিল চামচ বেসন
  14. ১টেবিল চামচ চালের গুঁড়ো
  15. ১ চা চামচ গরম মশলা গুড়ো
  16. পরিমাণ মত ঘি
  17. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  18. পরিমাণ মতভাজার জন্যে সাদা তেল
  19. ২ চা চামচ সর্ষের তেল রান্নার জন্যে
  20. ফোঁড়ন
  21. ১/২চা চামচজিরে
  22. ২টোশুকনো লঙ্কা
  23. ১ টাতেজপাতা
  24. পরিমাণ মতগোটা গরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    দুরকম ডাল ৪ ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে২টো লঙ্কা দিয়ে শুখনো করে বেটে নিয়েছি।চিচিঙ্গা গ্ৰেটারে ঘযে নিয়েছি।এবার চিচিঙ্গা থেকে চেপে জল বার করে নিয়েছি।

  2. 2

    এবার দুটো ডাল ও চিচিঙ্গা একসাথে মিশিয়ে নিয়ে মধ্যে ১চামচ আদা ও রসুন বাটা,নুন,হলুদ গুড়ো,লঙ্কা কুচি,ধনে ও জিরে গুড়ো, ব‍্যাসন ও চালের গুড়ো মিশিয়ে মেখে নিয়েছি।এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে গরম হলে চ‍্যাপ্টা করে বড়া গুলো কড়া করে ভেজে নিয়েছি।

  3. 3

    এবার কড়াইয়ে সর্ষের তেল গরম হলে জিরে, গরমমশলা,তেজপাতা ও লঙ্কা ফোড়ন দিয়ে রসুন বাটা ও পেয়াঁজ কুচি দিয়ে ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে ফেটানো টকদই দিয়ে ভালো করে কযিয়ে একে একে সব মশলা দিয়ে কযিয়ে নিয়ে একটু বেশী করে জল ও নুন,চিনি,হলুদ গুড়ো দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে।নাহলে কোপ্তা জল টেনে নেবে।

  4. 4

    ভালো করে ফুটে উঠলে কোপ্তা দিয়ে মিনিট তিনেক ফুটিয়ে ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে।এবার বাটিতে ঢেলে ধনেপাতা কুচি ও লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম, ভাত,রুটি বা লুচির সঙ্গে ভালো লাগবে ।

  5. 5
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes