রঙিন রসগোল্লা (Rongin rosogolla recipe in Bengali)

Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly

#দোলের

রঙের উৎসবে এইবছর আমি সবাইকে চমকে দিয়েছি রঙিন রসগোল্লা দিয়ে।
আপনারাও বানিয়ে নিন এই সুন্দর রঙিন রসগোল্লা।।

রঙিন রসগোল্লা (Rongin rosogolla recipe in Bengali)

#দোলের

রঙের উৎসবে এইবছর আমি সবাইকে চমকে দিয়েছি রঙিন রসগোল্লা দিয়ে।
আপনারাও বানিয়ে নিন এই সুন্দর রঙিন রসগোল্লা।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘণ্টা
  1. ১ লিটার দুধ
  2. ২ টেবিল চামচ ভিনিগার
  3. ২ কাপ চিনি
  4. ১ চা চামচ এলাচ গুঁড়ো
  5. ৪ টে গোটা এলাচ
  6. ১ চা চামচ ময়দা
  7. ১ টেবিল চামচ কোকো পাউডার
  8. ৪-৫ ফোঁটা খাবার লাল রঙ
  9. ৪-৫ ফোঁটা খাবার সবুজ রঙ
  10. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

১ঘণ্টা
  1. 1

    দুধ ফুটিয়ে নিতে হবে ভালো করে৷এবার দুধের মধ্যে ভিনিগার দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে৷

  2. 2

    গ্যাস বন্ধ করে ছানা পুরোপুরি কেটে গেলে ছানাটা ছেঁকে নিতে ছানা টা ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে৷

  3. 3

    এবার একটা বড় থালায় ছানা, ময়দা আর এলাচ গুড়ো নিয়ে ভালো ভাবে মাখতে হবে যতক্ষণ না একটা নরম মন্ড তৈরি হয়৷

  4. 4

    ছানার মন্ড সমান ৪ ভাগ করে ১টি ভাগ সাদা রাখতে হবে। ১টি ভাগে কোকো পাউডার মিশিয়ে নিতে হবে, ১টি ভাগে লাল রঙ, আর বাকি ১টি ভাগে সবুজ রঙ মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এবার সব ভাগ গুলি সমান ভাবে ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে৷

  6. 6

    এবার একটা ডেচকিতে ২ কাপ চিনি, ৩ কাপ জল আর গোটা এলাচ দিয়ে ফোটাতে হবে৷চিনির সিরা ফুটন্ত অবস্থায় ওর মধ্যে আলাদা আলাদা রঙ এর ছানার বলগুলো দিয়ে দিতে হবে৷

  7. 7

    কম আঁচে ১৫ থেকে ২০ মিনিট বল গুলো ফোটাতে হবে৷

  8. 8

    ছানার বল গুলো বড় হয়ে যখন ভাসতে শুরু করলে তৈরি হয়ে যাবে রসগোল্লা৷
    তৈরি রঙিন রসগোল্লা।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Papiya Modak
Papiya Modak @papiya_93
Hooghly
cooking is my passion
আরও পড়ুন

Similar Recipes