মিষ্টি বাসন্তী পোলাও(mishti basonti pulao recipe in Bengali)

Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

#দোলের
কোনো রকম আর্টিফিসিয়াল রং ব‍্যবহার না করেই আজকের রেসিপি তৈরি করেছি,যা সবার প্রিয় মিষ্টি বাসন্তী পোলাও ‌।

মিষ্টি বাসন্তী পোলাও(mishti basonti pulao recipe in Bengali)

#দোলের
কোনো রকম আর্টিফিসিয়াল রং ব‍্যবহার না করেই আজকের রেসিপি তৈরি করেছি,যা সবার প্রিয় মিষ্টি বাসন্তী পোলাও ‌।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৬জন
  1. ৭৫০গ্ৰামগোবিন্দভোগ চাল
  2. ১/২ কাপঘি
  3. ২চা চামচহলুদগুঁড়ো
  4. ১মুঠোকাজুবাদাম
  5. ১মুঠোকিসমিস
  6. ১টেবিলে চামচ আদা বাটা
  7. ২টেবিল চামচ চিনি
  8. ১মুঠোগোটা গরম মশলা
  9. ৪-৫টাতেজপাতা
  10. ১মুঠোমটরশুঁটি
  11. ১কাপদুধ
  12. ১চা চামচকেশর
  13. ১চা চামচজয়িত্রী
  14. ১চা চামচজায়ফল গুঁড়ো
  15. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে অর্ধেক গোটা গরমমশলা শুকনো খোলায় নেড়ে গুড়িয়ে রাখতে হবে।এর সাথে সাথেই গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে রাখতে হবে।

  2. 2

    দুধ গরম করে তাতে কেশর ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে আধঘণ্টা।

  3. 3

    আধঘণ্টা পর হাঁড়িতে ঘি গরম করে তাতে তেজপাতা ও বাকি গোটা গরমমশলা ফোঁড়ন দিয়ে কাজুবাদাম হালকা ভেজে নিয়ে জল ঝড়ানো চাল দিয়ে ভাজতে হবে।

  4. 4

    হালকা ভেজে এখন পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আরো খানিকক্ষণ ভেজে মটরশুঁটি, কিশমিশ এবং দেড়কাপ উষ্ণ জল ও কেশর ভেজানো দুধ দিয়ে ঢেকে রান্না করতে হবে।

  5. 5

    চাল ফুটে এলে এখন রোস্টেড গরমমশলার গুঁড়ো, জায়ফল গুঁড়ো ও চিনি মিশিয়ে আবারও ঢেকে রান্না করতে হবে।এর মাঝে মাঝে হাঁড়ি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিলে পোলাও ঝড়ঝড়ে হবে।

  6. 6

    মিনিট ১৫ স্ট‍্যান্ডিং টাইম দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে খাঁসির মাংসের সাথে যা পরিবারের সবার মন ভরাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

Similar Recipes