পোলাও এর মালাইকারি(pulao er malai curry recipe in Bengali)

Kasturishreya Panda
Kasturishreya Panda @cook_17296457

#kasturee"skitchen
#চালের রেসিপি

পোলাও এর মালাইকারি(pulao er malai curry recipe in Bengali)

#kasturee"skitchen
#চালের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
  1. ২৫০গ্রাম গোবিন্দ ভোগ চাল
  2. সাজানোর জন্য ২ টো গোলাপ।
  3. ১/২ কাপ ফ্রেশ ক্রিম
  4. ১ টা নারকোল
  5. ৪ চা চামচ ঘি
  6. 20 টাকাজু,
  7. ২০টা কিশমিশ।
  8. ১৫টা আমন্ড।
  9. ৫ টাএলাচ
  10. ১ইন্চ দার চিনি।
  11. 1/2 চা চামচজাইফল গুড়ো।
  12. 1/2 চা চামচজয়িএি গুড়ো।
  13. ১/২ কাপ খোয়া
  14. স্বাদ মতনুন,
  15. চিনি ২টেবিল চামচ।
  16. ১/২ চা চামচ আদা
  17. ১কাপ গোলাপজল।
  18. কাঁচা লঙ্কা ৪টে।

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে চাল ভালোকরে ধুয়ে৷ জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিতে হবে।তারপর চালের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে দিতে হবে। ১০মিনিট মাখিয়ে রেখে দিয়েছি।

  3. 3

    কড়া ই তে ঘি গরম করে কাজু,আলমন্ড,কিশমিশ ভেজে তুলেনিয়েছি।
    তারপর কড়া ই তে এলাচ,লবঙ্গ দিয়ে চাল টা দিয়ে ৫ মিনিট ভালোকরে নাড়াচাড়া করে নিতে হবে।
    আর নারকেলের দুধ টা বার করে নিতে হবে।

  4. 4

    নারকোল এর দুধে একটু কেশর দিয়েছি।চাল টা নাড়াচাড়া করে কেশর মেশানো নারকোল এর দুধ দিয়ে ছি তারপর স্বাদ মতো নুন,চিনি দিয়ে ঢাকা দিয়ে ছি। ১৫মিনিট পর ঢাকা খুলে গোলাপ জল,জয়ফল,জয়িএি গুড়ো ও ৫ চামচ ফ্রেশ ক্রিম কাজু,কিসমিস, আামন্ড ও খোয়া,দিয়ে৫মিনিট রেখে দিলে ই রেডি পোলাও এর মালাইকারি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kasturishreya Panda
Kasturishreya Panda @cook_17296457

Similar Recipes